নিজস্ব প্রতিনিধি, বরিশালঃ নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে বরিশালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া গ্রামসহ সর্বত্র ওএমএস ও রেশনিং চালু এবং সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদ জানায় এই সমাবেশে।
সোমবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে নয়টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তারা নিত্য পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও গ্রামসহ সর্বত্র ওএমএস ও রেশনিং চালুর দাবি জানান। একই সাথে দেশের বিভিন্ন স্থানে পূজা মণ্ডপে হামলায় জড়িতদের কঠোর বিচার দাবি করেন।
সান নিউজ/এমএইচ
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            