নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়াঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ অক্টোবর) দুপুর একটায় ইউনিয়নের পিপুলবাড়িয়া মাঠ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
দৌলতপুর থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, পিপুলবাড়িয়া মাঠে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। ময়না তদন্তের পর এটি নিশ্চিত হওয়া যাবে।
নিহতের নাম-পরিচয় জানাতে পারেনি বলে জানিয়েছেন পুলিশ।
সান নিউজ/এমএইচ
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            