রৌপ্য মুদ্রা
সারাদেশ

মাটির নিচে পিতলের মগে রৌপ্য মুদ্রা 

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর: গাজীপুর সদরে একটি বাড়ির মাটি খুঁড়ে প্রায় দেড়শ বছর আগের পুরোনো বেশকিছু রৌপ্য মুদ্রা উদ্ধার করা হয়েছে।

রোববার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন জয়দেবপুর থানার সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. আশরাফুল ইসলাম।

এর আগে শনিবার (১৮ সেপ্টেম্বর) সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের দ্বিগ্ধা গ্রামের একটি বাড়ি থেকে মুদ্রাগুলো উদ্ধার করা হয়। পরে সেগুলো থানায় হস্তান্তর করে পুলিশ।

জানা গেছে, সম্প্রতি দ্বিগ্ধা গ্রামের দিগেন্দ্র চন্দ্র মল্লিকসহ ৩ ভাই তাদের পৈতৃক সম্পত্তি বণ্টন করে নেন। বণ্টনে ছোট ভাই উপেন্দ্র চন্দ্র মল্লিকের সীমানায় তাদের দাদার আমলের পুরোনো বসতভিটা পড়ে। পরে সেখান থেকে মাটির তৈরি বসতঘরটি সরিয়ে নেয়ার জন্য বুধবার (১৫ সেপ্টেম্বর) ছয়জনকে কাজে নেন দিগেন্দ্র চন্দ্র মল্লিক। বৃহস্পতিবার ঘরের ভিটার মাটি কাটার সময় ইদ্রিস নাম এক শ্রমিক পিতলের তৈরি দুটি মগ দেখতে পান। পরে দেখেন মগের মধ্যে কিছু পুরোনো মুদ্রা রয়েছে।

অন্য সঙ্গীরা বিষয়টি টের পেয়ে মুদ্রাগুলো নিয়ে যান। পরে নিজেদের মধ্যে মুদ্রা বণ্টন নিয়ে ঝগড়া হলে তাদের মধ্যে কেউ বিষয়টি পুলিশকে জানান। শনিবার জয়দেবপুর থানার সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. আশরাফুল ইসলাম মাটিকাটা শ্রমিক ইদ্রিসের কাছ থেকে ৩৫টি মুদ্রা উদ্ধার করে থানায় হস্তান্তর করেন।

উদ্ধার রৌপ্য মুদ্রাগুলো ১৮৮০, ১৮৮৮, ১৯০৭ সালসহ বিভিন্ন সালের। ৩৫০ গ্রাম ওজনের মুদ্রাগুলোর আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা।

বাড়ির মালিক দিগেন্দ্র চন্দ্র মল্লিক বলেন, ‘এ মুদ্রাগুলোর মালিক আমরা, তাই এগুলোতে আমাদের হক রয়েছে। মুদ্রাগুলোর বর্তমান বাজারমূল্য যাতে আমরা পেতে পারি সরকারের কাছে এ দাবি আমাদের।’

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা