সারাদেশ

প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফের বালু উত্তোলন

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: রাজশাহীর মধ্য শহর তালাইমারী এলাকা দিয়ে ফের অবৈধভাবে বালু উত্তোলন শুরু হয়েছে। বন্ধের মাসখানের মধ্যেই প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বালু কারবারিরা গত দু'দিন ধরে সেখানে অবৈধভাবে বালু তুলছেন।

পদ্মাপাড়ের এই পয়েন্টটিতে একাধিক অভিযান পরিচালনা করে ঘাটটি বন্ধ করেছিল জেলা প্রশাসন। সর্বশেষ গত ১১ সেপ্টেম্বর পানি উন্নয়ন বোর্ড থেকে জেলা প্রশাসনকে চিঠি দিয়ে তালাইমারি পয়েন্টে বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করে। এরপর সেখানে বালু উত্তোলন বন্ধ করে দেয়া হয়। কিন্তু মাস যেতে না যেতে সেখানে ফের শুরু হয়েছে অবৈধ বালু কারবার।

জানা গেছে, তালাইমারী ঘাট দিয়ে বালু উত্তোলন বন্ধের দাবিতে একাধিক অভিযোগ দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়সহ প্রশাসকের দপ্তরে। অভিযোগগুলোতে বলা হয়েছে, তালাইমারী পয়েন্টে কোন বৈধ বালুঘাট বা বালুমহাল নেই। এর পরও প্রশাসনের নাকের ডোগায় বালুদস্যুরা সেখানে অবাধে বালু উত্তোলন করছে।

শনিবার (২০ সেপ্টম্বর) দুপুরে সরজমিনে তালাইমারি ঘাটে গিয়ে দেখা গেছে, ড্রেজিং করে পাইপের মাধ্যমে সেখানে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। গত দুইদিন ধরে চলছে বালুদস্যুদের এই বালু লুটের মহোৎসব। নদীর ৬ কিলোমিটার ভাটিতে একটি বালুমহালের ইজারাদার নগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন তার নির্ধারিত এলাকার বাইরে গিয়ে এভাবে বালু লুট করছে বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় পদ্মাপাড়ের বাসিন্দা আনার আলী জানান, তালাইমারী নগরীর মধ্য শহরের একটি পয়েন্ট। ঘন জনবসতিতে পূর্ণ। পদ্মার বাঁধ কেটে নিজেরা সড়ক বানিয়ে একদল বালুদস্যু কয়েক মাস আগে তালাইমারী দিয়ে বালু উত্তোলন শুরু করেন। অভিযোগ পেয়ে জেলা প্রশাসন থেকে একাধিকবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তা বন্ধ করা হয়। জেলা প্রশাসনের তরফে নোটিশ লাগিয়ে বালু উত্তোলন বন্ধ করে। কিন্তু কিছুদিন বন্ধ থাকার পর বালুদস্যুরা আবারও বালুলুটের কারবার শুরু করে দেয়।

তিনি বলেন, শুস্ক মৌসুমে পদ্মার বুকে রাস্তা করে ট্রাক নামিয়ে বালু তোলা হত। তবে বর্তমানে পদ্মায় পানি থাকায় বালু মজুদ করা হচ্ছে পাড়ে। এলাকাবাসী বাঁধা দিতে গেলে তাদেরকে হুমকি দেয়া হয়। বালুদস্যুরা প্রভাবশালী হওয়ায় এলাকাবাসী তাদের এখন বাঁধা দিতে সাহস পাচ্ছে না।

তালাইমারী ঘাট এলাকার আরেক বাসিন্দা মো. রমজান আলী অভিযোগে বলেন, ড্রেজার মেশিন দিয়ে নদীর বুক থেকে বালু তুলে জমা করছে পাড়ে। ভেক্যু দিয়ে ওই বালু ট্রাকে ভরছে। এসব বালু নগরীর বিভিন্ন সড়ক ধরে চলে যাচ্ছে বিভিন্ন গন্তব্যে। এভাবে শতকোটি টাকার বালু লুট হলেও প্রশাসন নীরব ভূমিকা নিয়েছে। এ কারণে এলাকাবাসী ও অন্য বালুমহালের ইজারাদাররা প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসক ও পুলিশের কাছে একাধিক অভিযোগ দিয়েছে। কিন্তু কোন লাভ হয়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহী নগরীর তালাইমারী এলাকা দিয়ে বালু উত্তোলন বন্ধে ইতোপূর্বে জনস্বার্থে হাইকোর্টে রিট করা হয়েছিল। বালু ব্যবসায়ী আনোয়ার হোসেন এই রিট করেছিলেন। উচ্চ আদালত তালাইমারীতে কোনো বালুঘাট না থাকায় তা বন্ধের আদেশ জারি করেন। কিন্তু সেই আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল চিহ্নিত বালুদস্যু উচ্চ আদালত ও স্থানীয় প্রশাসনের নির্দেশ উপেক্ষা করেই পদ্মার বুক থেকে অবাধে বালু লুট করছে।
মুঠোফোনে যোগাযোগ করা হলে এ নিয়ে কোন কথা বলতে রাজি হননি বালু ব্যবসায়ী আনোয়ার হোসেন।

রাজশাহী জেলা প্রশাসক বলেন, তালাইমারি এলাকায় কোন বালুমহাল নেয়। সেখান থেকে বালু উত্তোলন করার প্রশ্নই আসে না। এর আগে ইজারা দেয়া বালুমহাল থেকে বালু উত্তোলন করে তালাইমারি ঘাট দিয়ে পরিবহন করছিল। সেটি বন্ধ করে দেয়া হয়েছে। তবে নতুন করে সেখানে বালু তোলা হচ্ছে কি না সে তথ্য আমার কাছে নেই। বিষয়টি খতিয়ে দেখা হবে।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কোচিং সেন্টারে মিলল বিপুল অস্ত্র-বিস্ফোরক

রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় একটি বাড়ি থেকে অস্ত্র ও বিস্ফোরক তৈরি সরঞ্জাম...

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন ও মামলা বাতিলের আবেদনের শুনানি পেছাল

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম হত্য...

কোনো চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

কোনো চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র...

রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার প্রভাব কাজে লাগাতে চায় বাংলাদেশ

দীর্ঘদিনের রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবিলায় আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করা...

‘গোপন রাজনীতি’, ছাত্রশিবির ও ডাকসু নির্বাচন নিয়ে উত্তপ্ত ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেস্টরুম সংস্কৃতি এবং এই কেন্দ্রিক নির্যাতন গত ১৫ বছরে ছি...

চিকিৎসক নেতা নারায়ণ হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বা...

ভরাডুবির ভয়ে কিছু খুচরা পার্টি নির্বাচন চাচ্ছে না: দুদু

নির্বাচন হলে যাদের ভরাডুবি হবে তারাই নির্বাচন চাচ্ছে না বলে মন্তব্য করেছেন বি...

রিকশাচালককে কীসের ভিত্তিতে গ্রেপ্তার, ধানমন্ডি থানার ওসির ব্যাখ্যা তলব

রাজধানীর ধানমন্ডি ৩২ থেকে রিকশাচালক আজিজুর রহমানকে কীসের ভিত্তিতে গ্রেপ্তার ক...

প্রধান উপদেষ্টা নিজে ক্লিয়ার করেছেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে: রিজওয়ানা

নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা...

জুলাই সনদে ‘ধর্মনিরপেক্ষতার’ অবস্থান অস্পষ্ট: ডেভিড বার্গম্যান

জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই জাতীয় সনদের সমন্বিত খসড়া পাঠিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা