সারাদেশ
যৌতুক দাবিতে নির্যাতন

বাবাসহ জামাই আটক

নিজস্ব প্রতিনিধি, সাভার : ঢাকার সাভারে যৌতুকের দাবিতে স্ত্রীকে দেখতে আসা নানা ও মামা শ্বশুরকে মারধর করার দায়ে জামাই আবুল কালাম আজাদ ও তার বাবা বশির মহাজনকে আটক করা হয়েছে।

নির্যাতনের ঘটনায় বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী নানা শ্বশুর আব্দুল মান্নান ও মামা শ্বশুর শহিদ মোল্লা। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে নির্যাতনকারীদের আটক করে।

দুপুরে সাভারের বনগাঁও ইউনিয়নের সাধাপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক বশির আহমেদ ও তার ছেলে কালাম ওই ইউনিয়নের কাজিপাড়া এলাকার বাসিন্দা।

জানা গেছে, মেয়ের বিয়েতে ১০ লাখ টাকা দেনমোহর নির্ধারণ করেছিলেন তার পরিবার। এজন্য সবচেয়ে বেশি জোর দিয়েছিলেন কনের নানা আব্দুল মান্নান ও মামা শহিদ মোল্লা। এতে ক্ষোভ তৈরি হয়েছিল সাভারের বনগাঁও ইউনিয়নের কাজিপাড়া এলাকার বাসিন্দা জামাই আবুল কালাম ও তার পরিবারের। এ নিয়ে বিয়ের পর থেকেই উভয় পরিবারের একে অপরের বাড়িতে যাওয়া আসা বন্ধ রয়েছে।

এর মধ্যে গত ১০ আগস্ট অন্তঃসত্ত্বা নাতনি সোনিয়াকে দেখতে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার খাসেরচর গ্রাম থেকে জামাইয়ের বাড়ি সাভারের কাজিপাড়ায় আসেন বাবা আব্দুল মান্নান ও ছেলে শহিদ মোল্লা। দেনমোহর নিয়ে তৈরি হওয়া পূর্বের ক্ষোভ থেকে নানা ও মামা শ্বশুরকে বাড়ির ছাঁদে রডের সঙ্গে বেঁধে মারধর করেন জামাই আবুল কালাম ও বাবা বশির মহাজন। এসময় তারা মারধরের ভিডিও করেন এবং সেটির মেয়ের বাড়ির লোকজনকে পাঠিয়ে দিয়ে ১০ লাখ টাকা দাবি করে।

সেই ভিডিও দেখে মেয়ের পরিবার জাতীয় হটলাইন ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশ গিয়ে সোনিয়ার নানা আব্দুল মান্নান ও মামা শহিদ মোল্লাকে উদ্ধার করে। এসময় জামাই ও তার পরিবারের লোকজন পালিয়ে যায়।

নির্যাতনের শিকার শহিদ মোল্লা জানান, তার ভাগনি সোনিয়াকে গত এক বছর আগে সাভারের কাজিপাড়া এলাকার বশির মহাজনের ছেলে আবুল কালামের সঙ্গে ১০ লাখ টাকা দেনমোহরে বিয়ে দেন। সেই পরিমাণ যৌতুক দিতে না পারায় বিয়ের এক মাস পর শ্বশুর বাড়িতে গিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন কালাম। এ সময় ১০ লাখ টাকা দেনমোহর করায় চড়াও হন তিনি। এরপর থেকে তাদের আত্মীয়তায় ভাটা পরে এবং উভয়ের যাতায়াত বন্ধ হয়ে যায়।

তিনি জানান, সোনিয়া গর্ভবতী হওয়ায় তার মা তাকে বাড়িতে নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার (১০ আগস্ট) ভাগনিকে আনতে জামাইয়ের বাড়ি সাভারে যায় শহিদ মোল্লা ও তার বাবা আব্দুল মান্নান।

এসময় তাদেরকে একটি বাড়ির ছাদে তুলে হাত বেঁধে নির্যাতন করে জামাই আবুল কালাম ও তার পবিবারের লোকজন। পরে শহিদ মোল্লা ও আব্দুল মান্নানকে নির্যাতনের ভিডিও তার শ্বশুর বাড়ির লোকজনকে পাঠিয়ে ১০ লাখ টাকা দাবি করেন আবুল কালাম। ভিডিও দেখে তারা ৯৯৯ এ ফোন করলে পুলিশ তাদের উদ্ধার করে।

এ ঘটনায় সাভার মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক নাজিউর রহমান বলেন, ভুক্তভোগীরা আজ থানায় এসে অভিযোগ দায়ের করলে তৎক্ষণাৎ অভিযুক্ত জামাই ও তার বাবাকে আটক করা হয়েছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখানো হলো একাত্তর টিভির সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল বাবুকে

অভিযোগে বলা হয়, সেনা সমর্থিত সরকারের সময় ২০০৭ সালের ১৭ মার্চ তারা বৈশাখী টিভি...

দেশে মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০,খসড়া তালিকা প্রকাশ

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্পূরক খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্ব...

ট্রাম্পের দূতের হাতে বিশেষ পুরস্কার তুলে দিলেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্...

লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্য দিলে পুরস্কার দেবে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ছাত...

দেশে মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০,খসড়া তালিকা প্রকাশ

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্পূরক খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্ব...

ইভিএম বাতিল, ফিরছে ‘না’ ভোট

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম বাতিল করে ‘না’ ভোটের বিধান ফিরি...

অবহেলায় শিক্ষা খাত, সংস্কারে কমিশনও করা হয়নি

অন্তর্বর্তী সরকারের এক বছরে শিক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতে দৃশ্যমান পরিবর্তন হ...

ভোটের অধিকার বাস্তবায়ন না হওয়ার ষড়যন্ত্র হচ্ছে: তারেক রহমান

স্বৈরাচার পতনের আন্দোলনের প্রথম ধাপ শেষ হয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চ...

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম বন্দরে বিদেশি অপারেটর নিয়োগ

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মা...

রংপুরে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন: আসক

রংপুরে তারাগঞ্জ উপজেলা এলাকায় ভ্যান চুরির সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা