সারাদেশ

বাড়ি ফেরা হলো না যুবকের

নিজস্ব প্রতিনিধি, বগুড়া : পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন মো. মিলন হোসেন (৪০) নামের এক যুবক। সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। তিনি একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন।

শুক্রবার (১৬ জুলাই) দুপুরের দিকে শেরপুর উপজেলার হামছায়াপুর কাঁঠালতলা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেলের আরেক আরোহী পুলিশ কনস্টেবল আব্দুল্লাহ আল মামুন (৩৮) আহত হয়েছেন। গুরুতর অবস্থায় উদ্ধার করে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

নিহত মিলন হাসান গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ডামাদরপুর গ্রামের আব্দুস সোবহানের ছেলে। আহত পুলিশ কনস্টেবল মামুনও একই গ্রামের মাহবুবুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা বলেন, মিলন হোসেন একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কুমিল্লা জেলায় কর্মরত ছিলেন। পরিবারের সঙ্গে ঈদ করার জন্য মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। সঙ্গে তার বন্ধু একই এলাকায় কর্মরত পুলিশের কনস্টেবল আব্দুল্লাহ আল মামুনও ছিলেন। পথে মহাসড়কের হামছায়াপুর কাঁঠালতলা এলাকায় পৌঁছালে বগুড়াগামী দ্রুতগতির একটি মালবাহী ট্রাক তাদের সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুজন ছিটকে মহাসড়কের ওপর পড়ে যান। এসময় ওই ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান মিলন হোসেন।

হাইওয়ে পুলিশের শেরপুর গাড়ীদহ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম এই তথ্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যাওয়ায় চালক-হেলপার কাউকেই আটক করা যায়নি। তবে ঘাতক ট্রাকটি শনাক্ত করা গেছে। এ ঘটনায় শেরপুর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

সান নিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দেব–শুভশ্রীর ছবি নিয়ে তোলপাড়

দীর্ঘ বিরতির পর সাবেক প্রেমিক জুটি দেব ও শুভশ্রী পর্দায়। কৌশিক গাঙ্গুলীর &lsq...

নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে, আশা ইসির

আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ (পথনকশা) ঘোষণা করতে পারব...

ট্রাম্প-পুতিন বৈঠক কাল

ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনা করতে আগামীকাল শুক্রবার দ্বিপক্ষীয় বৈঠকে ব...

দুই দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী

মাত্র দুই দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী। পাকিস্তানের বাণ...

তিস্তার পানি বিপৎসীমার উপরে, ৫ উপজেলার বহু মানুষ পানিবন্দি

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার উপর দিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা