নিজস্ব প্রতিনিধি, জামালপুর: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পৌর এলাকা থেকে নিখোঁজ হওয়া বাকপ্রতিবন্ধী সালেহার (৩৫) খুঁজে ফিরছে বৃদ্ধ মাসহ পরিবারের সদস্যরা। প্রায় এক মাস ধরে নিখোঁজ রয়েছেন তিনি।
জানা যায়, উপজেলার উদয়নের মোড় সংলগ্ন মেয়রের গলির মধ্যে অবস্থিত তার নিজ বাড়ী থেকে সালেহা কোথায় যেন চলে যায়। এক মাস অতিবাহিত হলেও তার খোঁজ মেলেনি। এদিকে তার চিন্তায় বৃদ্ধ মা নাওয়া-খাওয়া বন্ধ করে দিয়ে অসুস্থ হয়ে পড়ছেন। তার ইচ্ছে তার মেয়ে তার কোলে একদিন আবারও ফিরে আসবে।
এই বিষয়ে তার বড় ভাই ভাই আবুল কালাম বলেন, সালেহা কথা বলতে পারে না, জন্মগতভাবে সে বাকপ্রতিবন্ধী, তার গায়ের রং কালো, খাটো এবং হালকা পাতলা গড়নের।
তিনি আরও বলেন, কোন লোক যদি তার বোনের সন্ধান দিতে পারেন তবে তারা যেন সরিষাবাড়ী থানা, কিংবা সরিষাবাড়ী পৌরসভা কিংবা সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথে যোগাযোগ করেন। কেননা বোনের চিন্তায় তার মা অসুস্থ্ হয়ে পড়ছেন। তা ছাড়াও ০১৯৮৮৯৩৭৩৫০ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানান আবুল কালাম।
সান নিউজ/এফএআর