সারাদেশ

৩০ টাকার ভাড়া ৭০ টাকা 

নিজস্ব প্রতিনিধি, সাভার: দেশে করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে শুরু হয়েছে সারা দেশে সীমিতকারে লকডাউন। এতে জরুরি সেবা ও পণ্যবাহী যানবাহন এবং রিকশা ছাড়া রয়েছে সকল প্রকার গণপরিবহনের উপর নিষেধাজ্ঞা । কিন্তু করোনার সংক্রমণ ঠেকাতে মার্কেট ও শপিং কমপ্লেক্স বন্ধ থাকলেও সীমিতকারে কল কারখানার ও সরকারি-বেসরকারি অফিস খোলা রাখতে পারে বলেও প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় । এ নিয়েই গণপরিবহণ বন্ধ এবং কর্মস্থলে পৌঁছতে ভোগান্তি পোহাতে হয়েছে শ্রমজীবী মানুষদের ।

সোমবার (২৮ জুন) সকালে সাভার বাসস্ট্যান্ড ,গেন্ডা ,উল্লাইল ,হেমায়েতপুর ,নবীনগর ,বাইপাইলসহ সাভারের বিভিন্ন স্থানে কয়েক শতাধীক পোশাক শ্রমিকসহ ভিন্ন পেশার লোকদেরও গণপরিবহণের অপেক্ষায় জটলা করে ।

সরেজমিনে আরো দেখা যায়, স্বাস্থ্যবিধি না মেনেই বাসের জন্য জটলা করে অপেক্ষা করছে যাত্রীরা। আবার কোনও যানবাহন পেলেও গাদাগাদি করে উঠছে তারা । সেই সাথে যানবাহন গুলোও সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি না মেনেই লোক বোঝাই করে চলাচল করছে ।

অন্যদিকে বাসের জন্য অপেক্ষারত সুমন জানান, প্রায় দেড় ঘণ্টা ধরে বাসের জন্য অপেক্ষা করছি । দুই-একটা মাঝে সাঝে বাস আসে । কিন্তু অনেক লোকের চাপ আর সরকারের নির্ধারিত ভাড়া না নিয়ে দুইগুণ ভাড়া নিচ্ছে বলে অভিযোগ তুলেন তিনি।

সায়লা নামে এক নারী পোশাক শ্রমিক জানান, ‘ কারখানা খোলা আছে । অনেক সময় ধরে বাসের অপেক্ষা করলাম । কিন্তু কোনও বাসে ওঠতে না পেরে ৩০ টাকার ভাড়া রিকশায় ৭০ টাকায় যাচ্ছি।’

তবে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে স্বল্প দুরত্বে কয়েকটি বাস চললেও সিট প্রতি দ্বিগুণ ভাড়া ও স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে যাত্রী বোঝাই করে বাস চালাছে বলে ক্ষোভ প্রকাশ করে আমির হোসেন নামে এক যাত্রী । তিনি আরো জানান, সরকার গণপরিবহন বন্ধ রেখে অফিস খোলা রাখায় বিপাকে পড়তে হচ্ছে তাদের ।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে অম্বিকাচরণ রায় শিক্ষাবৃত্তি প্রদান 

কুড়িগ্রামের উলিপুরে অম্বিকাচরণ রায় শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। সোমবার (২৯...

লক্ষ্মীপুরে মব সৃষ্টি করে জুমার খুতবায় বিএনপি নেতাদের বাঁধা, ভিডিও ভাইরাল

লক্ষ্মীপুরে জুমার নামাজের খুতবায় বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতাদের বির...

অবহেলায় হারিয়ে যাচ্ছে দেশের বিজ্ঞানী: রাফায়েল আহমেদ শামীম

রাফায়েল আহমেদ শামীম দেশের উন্নয়নের মূল চালি...

বাগেরহাটে লবণাক্ত জমিতে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন

বাগেরহাটের মোরেলগঞ্জে মৎস্য ঘেরের ভেড়িতে লবণাক্ত জমিতে মিষ্টি কুমড়ার বাম্পার...

 লক্ষ্মীপুর নারীকে জবাই করে হত্যা, ঘাতক আটক

লক্ষ্মীপুরে রাশেদা বেগম নামে এক নারীকে জবাই করে হত্যা করা হয়েছে। নিহত নারী রা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা