সারাদেশ

এবার কেজি দরে কলা বিক্রি

চট্টগ্রাম ব্যুরো: তরমুজের পর এবার কেজি দরে কলা বিক্রি করছে চট্টগ্রামের সুপার শপ ‘দ্য বাস্কেট’। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বিশেষ অফারে ৪৫ টাকা কেজি দরে কলা বিক্রি করছে প্রতিষ্ঠানটি। তবে এতে এখনো তেমন সাড়া মেলেনি বলে জানান প্রতিষ্ঠানটির হেড অব অপারেশন নিজাম উদ্দিন।

তিনি বলেন, আগে আমরা পিস হিসেবে কলা বিক্রি করেছি। ক্রেতারা এ সময় বেছে বেছে বড় কলাগুলো নিয়ে যায়। যেগুলো সাইজে ছোট সেগুলো নেয় না। দেখা যায়, ছোট কলাগুলো অবিক্রিত থেকে যায়। আমাদের লোকসানে পড়তে হয়। তাই কেজি হিসেবে কলা বিক্রির সিদ্ধান্ত নেই। কেজি হিসেবে বিক্রি করলে ছোট বড় সব একই দামে বিক্রি করতে পারব। ফলে লোকসানের সম্মুখীন হতে হবে না।

তিনি বলেন, পিক অব দ্য উইক শিরোনামের ক্যাম্পেইনের সাগর কলা প্রতিকেজি ৪৫ টাকা দরে বিক্রি করছি। এই কলা বিক্রি করা প্রয়োজন ৫৮ টাকা কেজি দরে। ক্যাম্পেইন উপলক্ষে ১৩ টাকা ছাড় দেয়া হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে প্রতিষ্ঠানের অফিসিয়াল ফেসবুক পেজে প্রচারণা চালানো হচ্ছে। তবে এখনো আশাতীত সাড়া মেলেনি।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রামের সহকারী পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, কেজি হিসেবে কলা কেন বিক্রি করা হচ্ছে আমরা তা জানব। প্রয়োজনে বাস্কেটে যাব। কেজিতে কলা বিক্রি করলেও কলা ক্রয় করার সময় কীভাবে কিনছেন সেটা জানব। দুইটার মধ্যে পার্থক্য থাকলে কৃষি বিপণন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া নেওয়া হবে।

সান নিউজ/আইকে/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দেব–শুভশ্রীর ছবি নিয়ে তোলপাড়

দীর্ঘ বিরতির পর সাবেক প্রেমিক জুটি দেব ও শুভশ্রী পর্দায়। কৌশিক গাঙ্গুলীর &lsq...

নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে, আশা ইসির

আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ (পথনকশা) ঘোষণা করতে পারব...

ট্রাম্প-পুতিন বৈঠক কাল

ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনা করতে আগামীকাল শুক্রবার দ্বিপক্ষীয় বৈঠকে ব...

দুই দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী

মাত্র দুই দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী। পাকিস্তানের বাণ...

তিস্তার পানি বিপৎসীমার উপরে, ৫ উপজেলার বহু মানুষ পানিবন্দি

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার উপর দিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা