সারাদেশ

ঐক্য গড়েছেন আ.লীগ-বিএনপি নেতা

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতার সহযোগিতায় এক বিএনপি নেতা সরকারি খাল দখল করে দোকান নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। সদর উপজেলা মান্দারী ইউনিয়নের রতনপুর গ্রামের জালাল মিয়ার পোল এলাকায় দোকান নির্মাণ করে খাল দখল করে রেখেছেন ।

এ নিয়ে সরকারি খাল দখল মুক্ত করতে এলাকাবাসীর পক্ষে জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন। বুধবার (২৬ মে) দুপুরে খোরশেদ আলম নামে এক বাসের সুপারভাইজার এ অভিযোগ করেন।

অভিযুক্তরা হলেন, মান্দারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাহবুবুর রহমান রাজু এবং ওয়ার্ড বিএনপির সভাপতি আলী হোসেন। তারা ঐক্যবদ্ধভাবে খাল দখল করেছেন বলে স্থানীয়দের অভিযোগ।

ইউনিয়ন ভূমি অফিস ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘ বছর ধরে রহমতখালী খাল থেকে পানি সেচের মাধ্যমে সংযোগখালটি দিয়ে মান্দারী ইউনিয়নের রতনপুর গ্রামে পানি সরবারহ করা হয়। এ পানি স্থানীয় কৃষকরা চাষাবাদ ও গ্রামের মানুষগুলো বিভিন্ন কাজে ব্যবহার করে আসছে। কয়েক বছর ধরে গ্রামের জালাল মিয়ার পোল এলাকায় (বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সেচ প্রকল্পের উত্তর পাশে) বিএনপি নেতা আলী হোসেন দোকান ঘর নির্মাণ করে দখল করে রেখেছে। এতে পানি সরবরাহে সমস্যা সৃষ্টি হয়। পূর্বের দোকান বিক্রি করে পাশেই খালের ওপর প্রায় ৩ মাস আগে আরও একটি দোকান নির্মাণের চেষ্টা চালায়। খবর পেয়ে তখন ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা প্রহলাদ মজুমদার পুলিশ নিয়ে ঘটনাস্থল গিয়ে নির্মাণাধীন দোকান ভেঙে পেলে। এসময় জমিটি সরকারি না ব্যক্তিগত তা নির্ণয়ের আগে দোকানের কাজ যেন না করা হয় সে নির্দেশনা দেওয়া হয়েছে।

কিন্তু নির্দেশনা অমান্য করে সম্প্রতি আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান রাজুর সহযোগীতায় বিএনপি নেতা আলী হোসেন দোকানের নির্মাণ কাজ শেষ করেন। স্থানীয় কয়েকজন সচেতন ব্যক্তি এতে বাধা দিলে রাজু তাদেরকে মাদকদ্রব্য দিয়ে পুলিশে দেওয়ার হুমকি দেয়।

অভিযোগকারী চেয়ারকোচ বাসের সুপারভাইজার খোরশেদ আলম বলেন, আওয়ামী লীগ নেতা রাজু দাঁড়িয়ে থেকে আলীদের দোকান নির্মাণে সহযোগীতা করেছেন। এতে বাধা দিতে গেলে রাজু আমাদেরকে মাদকে জড়িয়ে দেওয়ার হুমকি দেয়। খালের ওপর দোকান নির্মাণ করে একটি গ্রামের বাসিন্দাদের দুর্ভোগ ডেকে এনেছে তারা।

এ ব্যাপারে বক্তব্য জানতে ঘটনাস্থল গিয়েও বিএনপি নেতা আলী হোসেনকে পাওয়া যায়নি। তবে তার ছেলে মহসিন কবির বলেন, জমিটি আমাদের এক আত্মীয়ের। প্রায় ১৫ বছর ধরে আমরা এখানে দোকান করছি। এটি সরকারি জমি নয়। পানি প্রবাহের জন্য আমরা দোকানের নিচে খালি রেখেছি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মান্দারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য মাহবুবুর রহমান রাজু বলেন, আমি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, আপনি আমাকে এসব বিষয়ে প্রশ্ন করতে পারেন না। উপজেলার অন্য ২০ ইউনিয়নের সভাপতির মতো আমি নয়। আমি অন্য নীতিতে রাজনীতি করি। গ্রামে জমি-জমা দখল করা আমার কাজ নয়। এসব বিষয়ে আমি কথাও বলি না। এ নিয়ে আমার কিছু বলারও নেই। তবে আমার বিরুদ্ধে অপ-প্রচার চালানো হচ্ছে।

মান্দারী ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা প্রহলাদ মজুমদার বলেন, জমির বর্তমান রেকর্ডে কিছু সমস্যা রয়েছে। সরকারি জমি বুঝে পেতে এসিল্যান্ডের কাছে সার্ভেয়ার নিযুক্ত করার জন্য আবেদন করেছি। সার্ভেয়ার এসে নকশা দেখে সরকারি জমি চিহ্নিত করবে। এতে সরকারি জমি প্রমাণিত হলে দোকানগুলো উচ্ছেদ করে খাল উম্মুক্ত করে দেওয়া হবে।

সান নিউজ/ আরএস/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা: শীতবস্ত্র বিতরণ

বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্ত...

গজারিয়াতে হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে নারীসহ তিনজন আটক

মুন্সীগঞ্জের গজারিয়াতে একটি আবাসিক হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে ২ নারীসহ...

কুষ্টিয়া-২ খেলাফত মজলিসের প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়...

খালাস চেয়ে রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের আপিল

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন জুলাই গণ-অভ্যুত্...

গুলিবিদ্ধ এনসিপি নেতা: কুষ্টিয়া সীমান্ত সিল, চেকপোস্ট ও টহল জোরদার

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা মো. মোতাল...

হোসিয়ারি পল্লীতে ৫০০ কোটি টাকার শীতবস্ত্র বেচা-কেনার সম্ভাবনা

শীতের মাত্রা যত তীব্র হচ্ছে, ততই যেন হোসিয়ারি পল্লীতে ব্যস্ততা বাড়ছে। পরিবারে...

মাদারীপুর-২ মনোনয়ন ফরম কিনলেন মুফতি সোবাহান

সবুজ সংকেত পেয়ে ইসলামী আটদলীয় জোটের মাদারীপুর-২ আসনে প্রার্থী হয়ে মনোনয়ন ফরম...

ময়মনসিংহ-১১ ভোটার সংখ্যা, ব্যয় সীমা ও মনোনয়ন দাখিল সংক্রান্ত নির্দেশনা প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৫৬ ময়মনসিংহ-১১ ভালুকা সংসদীয় আসনের...

গুলিবিদ্ধ এনসিপি নেতা: কুষ্টিয়া সীমান্ত সিল, চেকপোস্ট ও টহল জোরদার

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা মো. মোতাল...

গজারিয়াতে হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে নারীসহ তিনজন আটক

মুন্সীগঞ্জের গজারিয়াতে একটি আবাসিক হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে ২ নারীসহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা