সারাদেশ

ঈদে বাবার বাড়ি যাওয়া হলো না আর

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া: ঈদে বাবার বাড়ি যেতে চাওয়ায় কুষ্টিয়া সদর উপজেলায় স্বামীর বিরুদ্ধে সোনিয়া খাতুন (২০) নামে এক গৃহবধূকে নির্যাতন ও শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১২ মে) সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়িয়া এলাকায় আকবর অয়েল মিলের পেছনে এ ঘটনা ঘটে।

সোনিয়া খাতুন সদর উপজেলার আইলচারা ইউনিয়নের বড় আইলচারা গ্রামের ছয়ফল মন্ডলের মেয়ে। তার ১৩ মাস বয়সী ছেলেসন্তান রয়েছে।

সোনিয়ার স্বামী বিপুল হোসেন কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়িয়া এলাকার বিশু মন্ডলের ছেলে। বিপুল শহরের বাইপাস এলাকায় মোটরসাইকেল মেকানিক হিসেবে কাজ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুই বছর আগে সোনিয়ার সঙ্গে বিপুলের বিয়ে হয়। তাদের মধ্যে কলহ লেগেই থাকত।

মাঝেমধ্যে সোনিয়াকে মারধর করত বিপুল। মঙ্গলবার রাতে ও বুধবার সকালে ঈদে বাবার বাড়িতে যাওয়াকে কেন্দ্র করে সোনিয়াকে মারপিট করে স্বামী। মৃত অবস্থায় বুধবার সকাল ৯টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সোনিয়ার বাবা ছয়ফল মন্ডল বলেন, বিয়ের পর থেকেই কারণে অকারণে সোনিয়ার ওপর নির্যাতন চালাত বিপুল। আমরা তাদের বাড়িতে যেতে পারতাম না। আমরা গরিব মানুষ বলে বিপুল ঘৃণা করত। সোনিয়া মাঝেমাঝে আমাদের বাড়িতে এলেও বিপুল আসত না।

তিনি আরও বলেন, সোনিয়া এবার আমাদের বাড়িতে ঈদ করার জন্য আসতে চেয়েছিল। এজন্য সোনিয়ার ওপর নির্যাতন করা হচ্ছিল গত কয়েকদিন ধরে। বুধবার সকালে আমরা খবর পাই সোনিয়া মারা গেছে।

সকালে চাচাতো ভাই আশিক ইসলামকে পাঠানো মোবাইল মেসেজে সোনিয়া লিখেছেন, ‘ভাইয়া বাবাকে বল আমাকে নিয়ে যেতে। মা আর ছোট মাকে আসতে বল। আমি খুব কষ্টে আছি, আমাকে মেরেছে। তুই কাউকে বলিস না, ফোন দিস না, তাহলে আমার কাছ থেকে ফোন কেড়ে নেবে।’

আশিক ইসলাম বলেন, সোনিয়ার বিয়ের পর থেকে খুব নির্যাতন করত বিপুল। কারণে অকারণে মারপিট করত। বুধবার সকালে সোনিয়া আমাকে একটি মেসেজ দিয়েছিল। কিন্তু আমি ঘুমিয়ে থাকার কারণে মেসেজটি দেখতে পাইনি। পরে তার মৃত্যু কথা শুনি। তাকে নির্যাতন ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে। বিপুলসহ তার মা, বাবা ও বোন হত্যাকাণ্ডে জড়িত। আমরা তাদের উপযুক্ত শাস্তি চাই।

বিপুল হোসেন বলেন, সোনিয়া বাবার বাড়িতে ঈদ করার জন্য যেতে চেয়েছিল। কিন্তু আমার মা-বাবা রাজি হননি। এ নিয়ে দুদিন ধরে সংসারে অশান্তি চলছিল। মঙ্গলবার রাতে আমি তাকে মারধর করেছি। অভিমান করে বুধবার সকালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার বলেন, সকালে গৃহবধূকে হাসপাতালে আনেন স্বজনরা। তারা জানান গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মরদেহ মর্গে পাঠিয়েছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন এলে জানা যাবে কীভাবে তার মৃত্যু হয়েছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শওকত কবির বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

সান‌নিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভূমি অফিসে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, নীরব প্রশাসন; ফুঁসছে জনগন!

মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ পঞ্চসার ইউনিয়ন ভূমি অফিসের জারিকারক লুৎফা আক্তার (৪৫)...

ছাত্রলীগ সভাপতির বসতঘরে আগুন

ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মাছুম বিল্লাহ বাপ্পির...

মুন্সীগঞ্জে বিএনপির চার নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

মুন্সীগঞ্জ জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের চার নেতার আবেদনের প্রেক্ষিতে বহিষ্কার...

নোয়াখালীতে মধ্যরাতে ফুটবল খেলা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৮

নোয়াখালীর কোম্পানীগঞ্জের রামপুর ও মুছাপুর ইউনিয়নের মধ্যে মধ্যরাতে ফুটবল খেলাক...

ছাত্রলীগ সংশ্লিষ্টতায় ইবির এক শিক্ষার্থী আটক

আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষে নিয়মিত ফেসবুক পোস্ট করা এবং সংগঠনটির সঙ...

নোয়াখালীতে মধ্যরাতে ফুটবল খেলা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৮

নোয়াখালীর কোম্পানীগঞ্জের রামপুর ও মুছাপুর ইউনিয়নের মধ্যে মধ্যরাতে ফুটবল খেলাক...

আজ সেই ভয়াল ১৫ নভেম্বর, ১৮ বছরেও ঘুরে দাঁড়াতে পারেনি উপকূলবাসী

২০০৭ সালের ১৫ নভেম্বর—দক্ষিণাঞ্চলের মানুষের জীবনে এক বিভীষিকাময় রাত। ভয়...

দেশ স্বাধীনের ৫৪ বছরেও এ জাতির ভাগ্যের পরিবর্তন হয়নি: আকন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে ইসলামী আন্দোলন বাং...

মুন্সীগঞ্জে বিএনপির চার নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

মুন্সীগঞ্জ জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের চার নেতার আবেদনের প্রেক্ষিতে বহিষ্কার...

ছাত্রলীগ সংশ্লিষ্টতায় ইবির এক শিক্ষার্থী আটক

আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষে নিয়মিত ফেসবুক পোস্ট করা এবং সংগঠনটির সঙ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা