সারাদেশ

বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর : গাজীপুর মহানগরীর টঙ্গীতে বাৎসরিক ছুটির পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছেন বিপি ওয়্যার লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিকরা।

বুধবার (৫ মে) দুপুরে টঙ্গীর বিসিক এলাকার ‘বিপি ওয়্যার লিমিটেড’ নামের পোশাক কারখানায় এ বিক্ষোভের ঘটনা ঘটে। শ্রমিকরা অন্য পোশাক কারখানায় হামলার চেষ্টা চালালে পুলিশ লাঠিচার্জ, ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে অন্তত ১০ জন শ্রমিক আহত হয়েছেন।

কারখানার শ্রমিকরা জানান, কারখানা মালিক তাদের বাৎসরিক ছুটির পাওনা পরিশোধ করেননি। পাওনা টাকার দাবিতে গত দুইদিন ধরে কারখানার ভেতরে তারা কর্মবিরতি পালন করে আসছেন। বুধবার সকালে কাজে যোগ দিতে এসে দেখতে পান কারখানার প্রধান ফটকে কারখানা বন্ধের নোটিশ টানানো।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কারখানা বন্ধের নোটিশ দেখতে পেয়ে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে তারা পার্শ্ববর্তী ‘দিশারী এ্যাপালেস’ লিমিটেডে নামক কারখানায় ভাঙচুর চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। এসময় অন্তত ১০ শ্রমিক আহত হন। তাদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

কারখানাটির মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. আহম্মেদ হুসাইন বলেন, আমরা এ বিষয়ে বিজিএমইএর সভাপতির সঙ্গে কথা বলব। তারপর সিদ্ধান্ত নেব।

শিল্প পুলিশের পরিদর্শক (জোন-২) আব্দুল জলিল বলেন, শ্রমিকরা দুই দিন ধরে ছুটির টাকার দাবিতে কর্মবিরতি পালন করে আসছিলেন। সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে কারখানা বন্ধ পেয়ে পার্শ্ববর্তী কারখানায় ভাঙচুর চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ ও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দেব–শুভশ্রীর ছবি নিয়ে তোলপাড়

দীর্ঘ বিরতির পর সাবেক প্রেমিক জুটি দেব ও শুভশ্রী পর্দায়। কৌশিক গাঙ্গুলীর &lsq...

নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে, আশা ইসির

আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ (পথনকশা) ঘোষণা করতে পারব...

ট্রাম্প-পুতিন বৈঠক কাল

ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনা করতে আগামীকাল শুক্রবার দ্বিপক্ষীয় বৈঠকে ব...

দুই দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী

মাত্র দুই দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী। পাকিস্তানের বাণ...

তিস্তার পানি বিপৎসীমার উপরে, ৫ উপজেলার বহু মানুষ পানিবন্দি

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার উপর দিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা