সারাদেশ

জামায়াত নেতা এখন আ.লীগ সভাপতি 

নিজস্ব প্রতিনিধি জামালপুর : জামালপুরে আওয়ামী লীগের ওয়ার্ড কমিটিতে জামায়াতের সাবেক নেতাকে সভাপতি করায় দলের তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। দলীয় পদ ঘোষণার সাথে সাথে পদ বঞ্চিত নেতার বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ ও পটকাবাজির ঘটনা ঘটেছে। পদ বঞ্চিত এক নেতাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ১০টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে পৌর আওয়ামী লীগ জামালপুর পৌরসভার ১২টি প্রশাসনিক ওয়ার্ডের মধ্যে ১১টি ও সাংগঠনিক ৫টি ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়। ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির পদ পান ওয়ার্ড কাউন্সিলর এমদাদুল ইসলাম জীবন। নব্য এই সভাপতির নামে জেএমবি ও জামায়াত করার অভিযোগ উঠেছে । ২ কোটি টাকায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির পদ তিনি বাগিয়ে নিয়েছে বলে গুঞ্জন চলছে জামালপুর শহরজুড়ে।

এদিকে পদ পাওয়ার পর পরই রাতেই এমদাদুল ইসলাম জীবনের কর্মী সমর্থকরা সভাপতি পদ প্রত্যাশি সাবেক কাউন্সিলর রাকিব হাসান রাজুর শহরের শেখের ভিটার বাড়িতে হামলা চালিয়ে দফায় দফায় ইটপাটকেল পটকা নিক্ষেপ করে হট্রগোল করে। এসময় ঘটনাস্থল থেকে জীবনের সমর্থক সাব্বির, হাসিব, রিফাতসহ ৫জনকে আটক করে সদর থানা পুলিশ। রাতেই আটককৃতদের থানা থেকে ছেড়ে দেয়া হয় বলে অভিযোগ করেছে রকিব হাসান রাজু।

তিনি বলেন, সকালে আমি বাড়ি থেকে বের হয়ে বগাবাইদ বোর্ডঘর যাওয়ার পথে জীবনের বাড়ির সামনে জীবনের ভাই জনি,জাকির ও সিফাত অকথ্য ভাষায় গালি গালাজ করে হামলা চালায়। স্থানীয় লোকজন উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এসময় খবর পেয়ে রাজুর কর্মী সমর্থক ও স্বজনরা জীবনের বাড়িতে হামলা চালিয়ে ইটপাটকেল নিক্ষেপ ও জীবনের গাড়ি ভাংচুর করে এবং জীবনকে লাঞ্ছিত করেছে।

তিনি অভিযোগ করে আরো বলেন, জীবন এক সময় জেএমবি করতো। সে সময় তার সাথে সুসম্পর্ক ছিল ও একই সাথে চলাফেরা করতাম। জেএমবির সেকেন্ড ইন কমান্ড বাংলা ভাইকে তার বাড়িতে আশ্রয় দিয়েছিল। বাংলা ভাইয়ের সাথে আমাকে পরিচয়ও করিয়ে দিয়েছিল। তার আশ্রয়ে শেখের ভিটা এলাকায় ছাত্রাবাস গুলোতে জেএমবির কর্মীরা থাকতো। সেসময় শেখের ভিটার ছাত্রাবাসগুলো থেকে অসংখ্য জেএমবির সদস্য গ্রেফতার করেছিল র্যাব ও পুলিশ। । জেএমবি কোণঠাসা হয়ে পড়লে জামায়াতে ইসলামে যোগ দেয় জীবন। তৎকালীন জেলা আমীর নুরুদ্দিন প্রফেসারের বডিগার্ড ছিল এই জীবন। সবসময় জীবন ওই জামায়াতের আমীরকে নিয়ে মোটর সাইকেলে চলাফেরা করতো। পরে বিএনপি ক্ষমতায় এলে শীর্ষ নেতাদের পিছনে অর্থ ব্যয় করে ক্ষমতার ছায়াতলে ভিড়ে যান। বিএনপির মিছিল মিটিংয়েও দেখা যেত। এবার আওয়ামী শিবিরে ভিড়ে বিগ বাজেট নিয়ে মাঠে নামেন জীবন। দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগের মনোনয়নে পৌর নির্বাচনে ১১ নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত ও একই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হন জামায়াত নেতা এমদাদুল হক জীবন। জামায়াত নেতা আওয়ামী লীগের সভাপতি হওয়ায় দলের মাঠ পর্যায়ের ত্যাগী নেতাকর্মী ও শহরবাসীর মুখে মুখে গুঞ্জন চলছে ২ কোটি টাকার বিনিময়ে আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি পদ বাগিয়ে নিয়েছেন জামায়াত নেতা। এ মুখরোচক গুঞ্জন টক অব দি টাউনে পরিণত হয়েছে।

পৌর কাউন্সিলর ও ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদ্য সভাপতি এমদাদুল ইসলাম জীবন সাংবাদিকদের বলেন, এলাকায় বোম ফোটাফুটি নিয়ে কথা কাটাকাটি হয়েছে মাত্র। আমি জেএমবি জামায়াত বিএনপি করি নাই এবং টাকা দিয়ে পদ কেনার অভিযোগ সঠিক নয়। আওয়ামী লীগের ইতিহাসে টাকা দিয়ে পদ বিক্রির নজির নেই।

জামালপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ জানান, মঙ্গলবার রাতে কমিটি ঘোষণা করা হয়েছে। দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের পদ দেওয়া হয়েছে। অর্থের বিনিময়ে কমিটিতে পদ দেওয়া হয়েছে এটি অপপ্রচার মাত্র।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কোচিং সেন্টারে মিলল বিপুল অস্ত্র-বিস্ফোরক

রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় একটি বাড়ি থেকে অস্ত্র ও বিস্ফোরক তৈরি সরঞ্জাম...

কোনো চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

কোনো চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র...

আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠক শেষ, যুদ্ধ স্থগিতের ঘোষণা নেই

যুক্তরাষ্ট্রের আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট...

রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার প্রভাব কাজে লাগাতে চায় বাংলাদেশ

দীর্ঘদিনের রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবিলায় আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করা...

‘গোপন রাজনীতি’, ছাত্রশিবির ও ডাকসু নির্বাচন নিয়ে উত্তপ্ত ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেস্টরুম সংস্কৃতি এবং এই কেন্দ্রিক নির্যাতন গত ১৫ বছরে ছি...

ফের ৯৮ বাংলাদেশিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠাল মালয়েশিয়া

ফের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে ৯৮ বাংলাদেশিকে। বিম...

‘গোপন রাজনীতি’, ছাত্রশিবির ও ডাকসু নির্বাচন নিয়ে উত্তপ্ত ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেস্টরুম সংস্কৃতি এবং এই কেন্দ্রিক নির্যাতন গত ১৫ বছরে ছি...

রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার প্রভাব কাজে লাগাতে চায় বাংলাদেশ

দীর্ঘদিনের রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবিলায় আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করা...

কোনো চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

কোনো চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র...

আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠক শেষ, যুদ্ধ স্থগিতের ঘোষণা নেই

যুক্তরাষ্ট্রের আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা