সারাদেশ

সাংবাদিক মুজাক্কির হত্যা: ১২ আসামি রিমান্ডে

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : অনলাইন নিউজ পোর্টাল ‘সান নিউজ’ এর জেলা প্রতিনিধি সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যা মামলায় জেলে থাকা ১২ আসামিকে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৯ মার্চ) নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস এম মোসলেহ উদ্দিন মিজান এ আদেশ দেন।

এ নিয়ে সাংবাদিক বুরহান হত্যা মামলায় ১৬ আসামির মধ্যে ১৩ জনের রিমান্ড মঞ্জুর করলেন আদালত।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক মোস্তাফিজুর রহমান এতথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আগে আদালতে ১২ আসামির তিন দিন করে রিমান্ড চেয়ে আবেদন করা হয়। আজ ওই আবেদনের ওপর শুনানি করে ১২ আসামির প্রত্যেকের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড মঞ্জুর হওয়া ১২ আসামি অন্য মামলায় গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন। পরে সাংবাদিক বুরহান হত্যা মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়।

রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন- ফয়সল আলম টিটু, মো. সেলিম, সুজায়েত উল্যাহ, আজিজুল হক মানিক, মো. আলমগীর হোসেন, ইউছুফ নবী বাহাদুর, মো. রাহাত, আবদুল আমিন মোশারফ হোসেন, মো. মাসুদুর রহমান, বিক্রম চন্দ্র ভৌমিক ও দেলোয়ার হোসেন।

আওয়ামী লীগের নেতৃবৃন্দের বিরুদ্ধে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার মিথ্যাচারের অভিযোগ এনে গত ১৯ ফেব্রুয়ারি উপজেলার চাপরাশিরহাট বাজারে বিক্ষোভ মিছিল বের করেন সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান। ওইসময় কাদের মির্জা ও বাদল গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি চলাকালে সাংবাদিক বুরহান উদ্দিন গুলিবিদ্ধ হন। ঘটনার একদিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় নিহত সাংবাদিক বুরহানের বাবা নুরুল হুদা মাস্টার বাদী হয়ে গত ২৩ ফেব্রুয়ারি অজ্ঞাতনামা আসামিদের নামে থানায় হত্যা মামলা করেন। পরে মামলাটির তদন্তের দায়িত্ব পায় পিবিআই।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা