নিজস্ব প্রতিনিধি, সুনামগঞ্জ : বিরোধী দলীয় হুইপ সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ টিকা নেওয়ার পরও সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন।
শনিবার ( ২০ মার্চ ) সংসদ সদস্য ব্যক্তিগত সচিব সুমিত চৌধুরী বলেন, তিনি ঢাকার নিজ বাসায় সস্ত্রীক আইসোলেশনে আছেন। সুস্থ আছেন। চিকিৎসকের পরামর্শে বাসায় আছেন।
মঙ্গলবার করোনার উপসর্গ দেখা দিলে করোনার নমুনা দেন পীর মিসবাহ ও তার স্ত্রী মাশকুরা হোসাইন দীনা। শুক্রবার সন্ধ্যায় সুনামগঞ্জ স্বাস্থ্য অধিদফতরের মাধ্যমে সস্ত্রীক করোনা পজিটিভের বিষয়টি জানতে পারেন তিনি।
সংসদ সদস্য পীর মিসবাহর বড় ভাই বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান ফেসবুক স্ট্যাটাসে দো’আচেয়ে লিখেছেন, আমার ছোট ভাই, সুনামগঞ্জ সদর আসনের এমপি পীর ফজলুর রহমান মিসবাহ সস্ত্রীক করোনা পজিটিভ। সবার কাছে দো’আ চাই । তারা বর্তমানে ভালো আছে। আইসোলেশনে আছে চিকিৎসকের পরামর্শে।
গত ৭ ফেব্রুয়ারি সুনামগঞ্জে প্রথম দিন করোনা ভাইরাসের টিকা নেন সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ।
সান নিউজ/এসএ
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                        .jpg) 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            