সারাদেশ

সিলেটে পরিবহন শ্রমিকদের সারাদেশ অচলের হুমকি

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেট মহানগরীরে চৌহাট্টায় অবৈধ মাইক্রো স্ট্যান্ড উচ্ছেদকে নিয়ে ১৭ ফেব্রুয়ারি সংঘর্ষের ঘঠনা ঘটে। পরে নগর ভবনে অনুষ্ঠিত হয় এক সমঝোতা বৈঠক। বৈঠকের সিদ্বান্তগুলো না হওয়ার অভিযোগে বিচারের আশায় বিভিন্ন কর্মসূচি পালন করছেন জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

এরই ধারাবাহিকতায় শনিবার (৬ মার্চ) হুমায়ুন রশিদ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

দুপুর ২টায় অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতির বক্তব্য রাখেন- সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম।

তিনি বলেন, ১৭ ফেব্রুয়ারির ঘটনায়, শ্রমিকদের অনেক গাড়ি ভাঙচুর করেন ও আমাদের উপর হামলা করেন। পরে সিসিকের মামলা গ্রহণ করা হলেও আমাদের মামলা গ্রহণ করেনি পুলিশ। পর সিটি করপোরেশনে আমরা বৈঠকে বসি এবং সেখানে আমাদের ক্ষতিপূরণ দেয়ার ও মামলা প্রত্যাহারের আশ্বাস দেয়া হয়। কিন্তু তবুও সিসিক মেয়র ও পুলিশ কমিশনার এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেননি। তাই আমরা আবারও রাস্তায় নামতে বাধ্য হলাম।’

ময়নুল ইসলাম কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বিষয়টি দ্রুত সমাধান করুন। না হলে আমরা পরিবহন শ্রমিকরা রাজপথে থাকবো। আগামী ১৩ মার্চ রাতের মধ্যে আপনারা সমাধান না করা হলে ১৪ মার্চ সকাল সিলেট জেলায় অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করা হবে।

এরপরেও সমাধান না হলে পর্যায়ক্রমে সিলেট বিভাগ, এমনকি সারা দেশের গাড়ির চাকা বন্ধ করতে বাধ্য হবো আমরা।’

স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, ১৩ মার্চের মধ্যে দাবি মেনে না নিলে ১৪ মার্চ ভোর ৬টা থেকে সিলেট জেলার পরিবহন শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করবেন।

এছাড়াও আগামী শনিবার দুপুরে সিলেট হুমায়ুন রশীদ চত্বরে মানববন্ধন পালন করবেন পরিবহন শ্রমিকরা।

তাদের ৩ দফা দাবি হচ্ছে- মিথ্যা অভিযোগে দায়েরকৃত মামলাগুলো প্রত্যাহার, ভাঙচুরকৃত গাড়ির ক্ষতিপূরণ ও আটককৃত গাড়ি ফেরত দেওয়া এবং গাড়ি রাখার জন্য স্ট্যান্ডের ব্যবস্থা করা।

সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ময়নুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আব্দুল মুহিম পুলিশ কমিশনারের কাছে পরিবহন শ্রমিকদের পক্ষে এ স্মারকলিপি পেশ করেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়- ভাঙচুরকৃত গাড়িগুলোর ক্ষতিপূরণ প্রদান, আটককৃত গাড়ি ফেরত ও মামলা প্রত্যাহার।

সান নিউজ/এক/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোয়াখালীতে ভূমি দুস্যুর বিরুদ্ধে মানববন্ধন 

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম...

কেশবপুরে নির্বাচনী কার্যালয়ের শুভ উদ্বোধন

আব্দুর রাজ্জাক সরদার, কেশবপুরঃ আগামী ০৮ ই মে ২০২৪, রোজ বুধবা...

আফ্রিকায় ভারী বৃষ্টি, নিহত ১৫৫

আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকায় গত কয়েক সপ্তাহ ধরে ভারী বৃষ্টি হ...

তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত

নিজস্ব প্রতিবেদক: দেশের ১৮টি জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ...

মাকে গলা কেটে হত্যা করল ছেলে

জেলা প্রতিনিধি: বিয়ে না দেওয়ায় চা...

থাইল্যান্ডের প্রতি বিনিয়োগের আহ্বান 

নিজস্ব প্রতিবেদক: থাইল্যান্ডের ব্...

ফসলের ক্ষতি করে চলছে অবৈধ ব্যাটারি ইন্ডাস্ট্রি

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর):

আজ শেরে বাংলার ৬২তম মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক: আজ অবিভক্ত বাংল...

প্রাথমিক বিদ্যালয় খুলছে কাল

নিজস্ব প্রতিবেদক: তীব্র তাপপ্রবাহের মধ্যে রোববার (২৮ এপ্রিল)...

আজ ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

নিজস্ব প্রতিবেদক: বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ ১৬১...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা