সারাদেশ

চট্টগ্রাম কারাগারে হাজতি নিখোঁজ, বাজছে পাগলা ঘণ্টা

চট্টগ্রাম ব্যূরো : চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ফরহাদ হোসেন রুবেল নামে এক বন্দির হদিস মিলছে না। তবে কারা অভ্যন্তরেই ওই হাজতি লুকিয়ে থাকতে পারে ধারণা করে সেখানে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে। বাজানো হচ্ছে পাগলা ঘণ্টা। পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত দাঙ্গা পুলিশ কারাগারে প্রবেশ করানো হয়েছে।

শনিবার (৬ মার্চ) সকাল থেকে এই হাজতির খোঁজ না মিললেও ঘটনা প্রকাশ করেনি কারা কর্তৃপক্ষ। তবে নিরুপায় দেখে দুপুরে নগরীর কোতোয়ালি থানায় একটি জিডি করেন চট্টগ্রাম কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম। পরে সন্ধ্যার দিকে ঘটনা প্রকাশ পায়।

কারা কর্তৃপক্ষের একটি সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম কারাগারের ১৫ নম্বর কর্ণফুলী ভবনের পানিশমেন্ট ওয়ার্ডে হত্যা মামলার আসামি ফরহাদ হোসেন রুবেলসহ অন্য আসামিদের রুমে তালাবদ্ধ করে দেয় কারা কর্তৃপক্ষ।

কিন্তু শনিবার ভোর ৬টায় কক্ষের তালা খোলার পর হাজতির রোলকল করা হচ্ছিল তখন হাজতি রুবেলের হদিস মিলছিল না! কঠোর নিরাপত্তা বেষ্টনির মধ্যেও তালাবদ্ধ একটা ভবন থেকে একজন হাজতির হঠাৎ উধাও হয়ে যাওয়ার ঘটনায় তোলপাড় চলছে কারা অভ্যন্তরে।

কোতোয়ালি থানায় করা জিডিতে উল্লেখ করা হয়, শনিবার (৬ মার্চ) ভোর ৬টায় তালা খোলার পর ফরহাদ হোসেন রুবেল নামে এক হাজতিকে পাওয়া যাচ্ছে না। যার হাজতি নম্বর ২৫৪৭/২১। তিনি গত ৯ ফেব্রুয়ারি সদরঘাট থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আসেন। তার গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরা থানায়।

এ বিষয়ে জানতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শফিকুল ইসলাম খান ও জেলার মো. রফিকুল ইসলামের সঙ্গে একাধিকবার মোবাইলে কল করা হলেও তারা ফোন না ধরায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

তবে নাম প্রকাশ না করে শনিবার সন্ধ্যায় কারাগারের এক কর্মকর্তা বলেন, বন্দি রুবেল কারাগার থেকে পালিয়ে গেছেন, নাকি কারা অভ্যন্তরে লুকিয়ে আছেন সে বিষয়টি এখনো নিশ্চিত করতে পারেননি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কোনো কর্মকর্তা। কারাগারের অভ্যন্তরে এখনো তল্লাশি চলছে। পাগলা ঘণ্টা বাজানো হচ্ছে।

সান নিউজ/আইকে/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে অম্বিকাচরণ রায় শিক্ষাবৃত্তি প্রদান 

কুড়িগ্রামের উলিপুরে অম্বিকাচরণ রায় শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। সোমবার (২৯...

লক্ষ্মীপুরে মব সৃষ্টি করে জুমার খুতবায় বিএনপি নেতাদের বাঁধা, ভিডিও ভাইরাল

লক্ষ্মীপুরে জুমার নামাজের খুতবায় বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতাদের বির...

অবহেলায় হারিয়ে যাচ্ছে দেশের বিজ্ঞানী: রাফায়েল আহমেদ শামীম

রাফায়েল আহমেদ শামীম দেশের উন্নয়নের মূল চালি...

বাগেরহাটে লবণাক্ত জমিতে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন

বাগেরহাটের মোরেলগঞ্জে মৎস্য ঘেরের ভেড়িতে লবণাক্ত জমিতে মিষ্টি কুমড়ার বাম্পার...

 লক্ষ্মীপুর নারীকে জবাই করে হত্যা, ঘাতক আটক

লক্ষ্মীপুরে রাশেদা বেগম নামে এক নারীকে জবাই করে হত্যা করা হয়েছে। নিহত নারী রা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা