সারাদেশ

জুটমিল চালু ও পাওনা পরিশোধের দাবি

নিজস্ব প্রতিবেদক: বন্ধকৃত বেসরকারি জুটমিল চালু ও শ্রমিক কর্মচারীদের চূড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে শ্রমিকরা।

খুলনার শিরোমণি শিল্প এলাকার ব্যক্তিমালিকানাধীন মহসেন জুট মিলসসহ বন্ধকৃত বেসরকারি জুটমিল চালু ও শ্রমিক কর্মচারীদের চূড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে একঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করে বেসরকারি পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন।

রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করে শ্রমিকরা।

এর আগে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। এছাড়াও দুপুর ২টার দিকে মিছিল সহকারে শ্রমিকরা খুলনার বয়রাস্থ বিভাগীয় শ্রম পরিচালক মো. মিজানুর রহমানের নিকট ও স্মারকলিপি প্রদান করেন ও শ্রম কার্যালয়ের সামনে অবস্থান নেয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন- বেসরকারি পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন সভাপতি শেখ আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক খান গোলাম রসুল, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ক্বারী মো. আছহাব উদ্দিন, ইঞ্জিল কাজী, ওয়াহিদ মুরাদ, ফেডারেশনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেক, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস, নিজামউদ্দিন, বাবুল আক্তার, ওবায়দুর রহমান, বাবুল শেখ, বক্তিয়ার সিকদার, আ. ওহাব, শহিদুল সর্দার, ডা. ফরিদ হোসেন ও আমির মুন্সি প্রমুখ।

এসময়ে নেতৃবৃন্দ বলেন, ন্যায়সঙ্গত দাবি আদায়ের লক্ষে প্রধানমন্ত্রীকে অবহিত করার জন্য স্মারকলিপি প্রদান করেছি। বক্তারা অতিদ্রুত দাবি মেনে নেয়ার জন্য আহবান জানান। এছাড়া শ্রমিক নেতারা জানান, আগামী ১৯ ফেব্রুয়ারি আটরা শিল্প এলাকার আফিলগেটে শ্রমিক জনসভা, এবং ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার খুলনা-যশোর মহাসড়কের ফুলবাড়ীগেট এলাকায় সকাল ১০টা থেকে বেলা ১২ পর্যন্ত রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচি পালন করা হবে।

সান নিউজ/এমকেএ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা