সারাদেশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন্ধ হলে ওরা কারা

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম : করোনা প্রাদুর্ভাবের কারণে বন্ধ থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারটি আবাসিক হলে তল্লাশি চালিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসময় অবৈধভাবে হলে অবস্থান নেওয়া ২৩ শিক্ষার্থীর পরিচয়পত্র জব্দ করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।

সোমবার (৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি পুলিশের সহযোগিতায় এ তল্লাশি অভিযান চালায়।

তল্লাশি চালানো আবাসিক হলগুলো হলো-শাহজালাল হল, শাহ আমানত হল, এ এফ রহমান হল এবং আলাওল হল। তল্লাশির পর এ এফ রহমান হলে ২০ জন ও আলাওল হলে ৩ জন শিক্ষার্থীকে পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া।

তিনি জানান, শিক্ষার্থীরা কতিপয় বহিরাগত নিয়ে অবৈধভাবে হলে অবস্থান করছে এমন খবর পেয়ে আমরা তল্লাশি চালায়। এ সময় ২৩ শিক্ষার্থীর আইডি কার্ড জব্দ করি এবং তাদেরকে হল ত্যাগের নির্দেশ দিয়েছি। ভবিষ্যতে তাদের হলে পাওয়া গেলে বিশ্ববিদ্যালয় নিয়মানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

এদিকে হলে অবৈধ অবস্থানের খবর পেয়ে চবির শান্তিপ্রিয় সাধারণ শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক দেখা দেয়। কিছু কিছু শিক্ষার্থীর মাঝে ক্ষোভের সঞ্চার হয়। এসব শিক্ষার্থীদের ভাষ্য, অশান্ত পরিস্থিতিতে করোনাকালে চবি বন্ধ ঘোষণা করা হয়।

এরপরও চবির হলে অবস্থানকারী ওরা কারা। এখানে তো এখন কোন ছাত্র থাকার কথা নয়। তাহলে ওরা কি বহিরাগত কোনো সন্ত্রাসী? আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে না দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি কেন ওদের হল ত্যাগের নির্দেশ দিলো। কেন ওদের পরিচয় প্রকাশ করা হলো না।

এসব প্রশ্নের জবাবে প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ওরা বহিরাগত ঠিকই। তবে বিশ্ববিদ্যালয়ের সহপাঠি শিক্ষার্থী বন্ধুর হাত ধরেই হলে অবস্থান করছিল। এ কারণে তাদের হলে যেন আর দেখা না যায় তার সতর্কবার্তাও দেয়া হয়েছে।


সান নিউজ/আইকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভূমি অফিসে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, নীরব প্রশাসন; ফুঁসছে জনগন!

মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ পঞ্চসার ইউনিয়ন ভূমি অফিসের জারিকারক লুৎফা আক্তার (৪৫)...

ছাত্রলীগ সভাপতির বসতঘরে আগুন

ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মাছুম বিল্লাহ বাপ্পির...

মুন্সীগঞ্জে বিএনপির চার নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

মুন্সীগঞ্জ জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের চার নেতার আবেদনের প্রেক্ষিতে বহিষ্কার...

খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী কার্যক্রম শুরু

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে দিনাজপু...

দেশের ৫০ ভাগ নারী, নারীদের নেতৃত্ব ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের ৫০ ভাগ নারী।...

নোয়াখালীতে মধ্যরাতে ফুটবল খেলা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৮

নোয়াখালীর কোম্পানীগঞ্জের রামপুর ও মুছাপুর ইউনিয়নের মধ্যে মধ্যরাতে ফুটবল খেলাক...

আজ সেই ভয়াল ১৫ নভেম্বর, ১৮ বছরেও ঘুরে দাঁড়াতে পারেনি উপকূলবাসী

২০০৭ সালের ১৫ নভেম্বর—দক্ষিণাঞ্চলের মানুষের জীবনে এক বিভীষিকাময় রাত। ভয়...

দেশ স্বাধীনের ৫৪ বছরেও এ জাতির ভাগ্যের পরিবর্তন হয়নি: আকন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে ইসলামী আন্দোলন বাং...

মুন্সীগঞ্জে বিএনপির চার নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

মুন্সীগঞ্জ জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের চার নেতার আবেদনের প্রেক্ষিতে বহিষ্কার...

ছাত্রলীগ সংশ্লিষ্টতায় ইবির এক শিক্ষার্থী আটক

আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষে নিয়মিত ফেসবুক পোস্ট করা এবং সংগঠনটির সঙ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা