সারাদেশ

শরীয়তপুর পৌর নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হলেন জন

নিজস্ব প্রতিনিধি, শরীয়তপুর: শরীয়তপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ জানুয়ারী ২০২১) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪ টায় ও রাতে ভোট গণনা শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফলে শরীয়তপুর পৌরসভায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ও শরীয়তপুর জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট পারভেজ রহমান জন নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

তিনি ২৩ হাজার ২১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের তানভীর আহমেদ বেলাল হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৩৭৬ ভোট।

বিএনপির প্রার্থী অ্যাডভোকেট লুৎফর রহমান ঢালী ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ২৭০ ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী সাহিদ সরদার লাঙল প্রতীক নিয়ে পেয়েছেন ১৯৯ ভোট।

এদিকে, শরীয়তপুর পৌরসভায় সাধারণ কাউন্সিলর নির্বাচিত হয়েছেন, ১ নম্বর ওয়ার্ডে মো: জাহাঙ্গীর মিয়া বেপারী (উঠপাখি), ২ নম্বর ওয়ার্ডে বিল্লাল হোসেন খান (উঠপাখি), ৩ নম্বর ওয়ার্ডে মো. বাচ্চু বেপারী (টেবিল ল্যাম্প), ৪ নম্বর ওয়ার্ডে মো: মোয়াজ্জেম হোসেন ঢালী (উঠপাখি), ৫ নম্বর ওয়ার্ডে মো: আবুল কাশেম মোল্লা (পানির বোতল), ৬ নম্বর ওয়ার্ডে হোসেন মোহাম্মদ আলমগীর মৃধা (পানির বোতল), ৭ নম্বর ওয়ার্ডে আমির হোসেন শিকদার (পানির বোতল), ৮ নম্বর ওয়ার্ডে মো. ফরিদ হোসেন শেখ (টেবিল ল্যাম্প) ও ৯ নম্বর ওয়ার্ডে কে.এম পলাশ (ব্রিজ) প্রতীক।

অন্যদিকে, শরীয়তপুর পৌরসভায় সংরক্ষিত নারী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন, ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে ফেরদৌসী আক্তার (চশমা প্রতীক), ৪, ৫ ও ৬ ওয়ার্ডে সৈয়দা মাহমুদা খানম (জবা ফুল) এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে ইমু আক্তার (জবা ফুল) প্রতীক।

এব্যাপারে শরীয়তপুর জেলা নির্বাচন ও রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হোসেন বলেন, ‘সকলের প্রচেষ্টায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পেরে আমি আনন্দিত। নির্বাচন পূর্ব এবং পরবর্তী কোনো ধরনের সহিংসতা ছিল না। এজন্য সকল বিজয়ী ও পরাজিত প্রার্থীদের জানাই ধন্যবাদ।’

শরীয়তপুর পৌরসভায় প্রথমবারে এই ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হয়। ৩৮ হাজার ৭৪৭ ভোটের বিপরীতে লড়েছেন ৪ জন মেয়র প্রার্থী। এ ছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৪৫ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

মোট প্রদত্ত ভোট ৬৭ দশমিক ৩৯ শতাংশ। মোট বৈধ ভোটের সংখ্যা ২৬ হাজার ৫৯ ভোট। বাতিল হয়েছে ৫২টি ভোট।

সান নিউজ/এএএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাগেরহাটে লবণাক্ত জমিতে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন

বাগেরহাটের মোরেলগঞ্জে মৎস্য ঘেরের ভেড়িতে লবণাক্ত জমিতে মিষ্টি কুমড়ার বাম্পার...

 লক্ষ্মীপুর নারীকে জবাই করে হত্যা, ঘাতক আটক

লক্ষ্মীপুরে রাশেদা বেগম নামে এক নারীকে জবাই করে হত্যা করা হয়েছে। নিহত নারী রা...

মোরেলগঞ্জে পিআর পদ্ধতির দাবীতে জামায়াত ইসলামীর বিক্ষোভ ও সমাবেশ 

পি আর পদ্ধতিসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাগেরহাটেরমোরেলগঞ্জ জামায়াত...

মোরেলগঞ্জে বৈধ লাইসেন্স ও ফার্মাসিস্ট ছাড়াই চলছে ফার্মেসী, স্বাস্থ্যঝুঁকি বাড়ছে

বাগেরহাটেরমোরেলগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার গুরুত্বপূর্ণ স্থানের হা...

আসামীকে নির্যাতনের দায়ে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ 

মাদারীপুরের রাজৈরে ইলিয়াছ খালাসী নামের এক আসামিকে শারীরিক নির্যাতনের অভিযোগে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা