সারাদেশ

অবশেষে নিম্নমানের ইট ফেরত দিলেন ইউএনও

নিজস্ব প্রতিনিধি, জামালপুর : প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের খবর চাউর হলে অবশেষে সে ইট ফেরত দিলেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা।

জামালপুরের মাদারগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীন-গৃহহীনদের ঘর নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের কারণে নবনির্মিত ঘরের একপাশের দেয়ালের বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে।

এছাড়া উপজেলার ৬নং আদারভিটা ইউনিয়নের গজারিয়ায় এ ঘর প্রদানের জন্য প্রাথমিকভাবে চূড়ান্ত ১৫টি পরিবারকে ঘরের ভিটা নিজ খরচে তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।

১৫টি বাড়ি নির্মাণে মিতু ব্রিকসের মালিক আবুল কালামের সাথে ৩ লাখ ২ নম্বর ইটের কেনার জন্য চুক্তি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল মুনসুর। এর মধ্যে গজারিয়া প্রকল্পে ১০ হাজার ২ নম্বর ইট নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন ওই ইটভাটার মালিক। এ ঘটনা জানাজানি হলে ওই প্রকল্প থেকে নিম্নমানের ইট সরিয়ে নেওয়া হয়েছে।

জানা গেছে, মুজিব শতবর্ষ উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জে প্রকৃত গৃহহীনদের জন্য ১২১টি বাড়ি নির্মাণের জন্য সরকারিভাবে ২ কোটি ৬৯ লাখ ১ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। ২ কক্ষবিশিষ্ট প্রতিটি বাড়ির জন্য একটি শোবার ঘর, একটি রান্নার ঘর ও করিডোরসহ বাথরুম নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা।

বাড়িগুলো নির্মাণে কোন ঠিকাদার নিয়োগ করা হয়নি। সরাসরি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি ভূমি কর্মকর্তা দায়িত্ব নিয়ে এ কাজ করছেন। এই প্রকল্পে উপজেলার ৬নং আদারভিটা ইউনিয়নে গজারিয়ায় ১৫টি পরিবারকে প্রাথমিকভাবে চুড়ান্ত করা হয়েছে। প্রকল্পে প্রতিটি ঘরের মালিককে নিজ ঘরের ভিটা নিজখরচে তৈরি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে ভুক্তভুগিরা জানিয়েছেন। প্রতিটি বাড়ির ভিটা তৈরি করতে প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা মাটি কাটা বাবদ ব্যয় হচ্ছে। বরাদ্দের ঘর যাতে না ছুটে যায় সেজন্য হতদরিদ্র ও গৃহহীনরা মাটি কাটার জন্য চড়া সুদে ঋণ নিয়ে ঘরের ভিটা তৈরি করছেন। প্রকল্পের ১৫টি ঘরের মধ্যে কেবল ১টি ঘরের দেয়াল নির্মাণ করা হয়েছে। নির্মাণ অবস্থাতেই দেয়ালের বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে।

ঘর বরাদ্দের তালিকাভুক্ত রোকেয়া বেগম বলেন, ভিটার মাটি কাটার জন্য ১৫ হাজার টাকা সুদে ঋণ নিয়ে আংশিক মাটি কেটেছি। এছাড়া তালিকাভুক্ত শিলা, আলাতন, রোকন, লিটন জানান, ‘সরকার আমগো ঘর বরাদ্দ দিছেন। কিন্তু ঘরের ভিটা তৈরি করতেই ম্যালা টেহা নাগে। সুদে ঋণ নিয়ে ভিটা তৈরি কল্লে আমরা তো সুদেও ট্যাহা দিতে দিতে জান যাবো।’

নিম্নমানের ইট সরবরাহের বিষয়ে ইটভাটার মালিক আবুল কালাম জানান, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল মুনসুর নিজে আমার ইট ভাটায় এসে ২নং ইট প্রতিহাজার ৬ হাজার ৫শ টাকায় ক্রয় করেন। ১নং ইটের দাম প্রতিহাজার ৮ হাজার ৫শ টাকা। এখন তিনি আমাকে ওই ২নং ইট ফেরত আনার জন্য চাপ প্রয়োগ করছেন। ২ নম্বর ইটের পরিবর্তে ১ নম্বর ইট দিতে হলে তো ১ নম্বর ইটের দাম দিতে হবে।

'উপজেলা নির্বাহী অফিসার আবুল মুনসুর বলেন, ‘কোন প্রকল্পেই ২ নম্বর ইট নেওয়া হয়নি।’

এসব বিষয়ে মাদারগঞ্জ উপজেলার চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল জানান, যাদের নামে ঘর বরাদ্দ হয়েছে তারা ঘরের ভিটার মাটি কাটার টাকা দেবে না। আদারভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ১৫টি বাড়ির মাটি কর্মসৃজন প্রকল্পের শ্রমিক দিয়ে কেটে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, প্রকল্পে কোনো অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় দেওয়া হবে না।

সান নিউজ/এসজে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভূঞাপুরে বৃষ্টির জন্য নামাজ আদায় 

খায়রুল খন্দকার, টাঙ্গাইল: প্রচণ্ড তাপদাহে জনজীবন অতিষ্ট। নেই...

শহীদ শেখ জামাল’র জন্ম

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অত...

রাতের আঁধারে ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর):

লক্ষ্মীপুরে চলছে ৫ ইউনিয়নে ভোট

সোলাইমান ইসলাম নিশান, লক্ষ্মীপুর প্রতিনিধি...

মুন্সীগঞ্জে সর্বজনীন পেনশন স্কিম উদ্বোধন

মো. নাজির হোসেন, মুন্সিগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলায় ভূমি অফি...

ডেঙ্গুতে বিশ্বে ৪০ হাজার মৃত্যুর আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: ডেঙ্গু রোগে...

গোটা দেশকে বন্দিশালা বানানো হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপির অঙ্গ ও...

নারী আম্পায়ারের সমালোচনায় সুজন

স্পোর্টস ডেস্ক: চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ড...

যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাত, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যে টর্নেড...

বাস-মাইক্রো সংঘর্ষে নিহত বেড়ে ৪

জেলা প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁওয়ে যাত্রীবাহী বাস ও মাইক্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা