সারাদেশ

লক্ষ্মীপুরে হাসপাতালসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা 

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে দক্ষ টেকনিশিয়ান, যন্ত্রপাতি ও রেজিষ্ট্রেশন নবায়ন না থাকার দায়ে একটি হাসপাতালসহ তিন প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে হাসপাতাল সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা সিভিল সার্জন ডা. মো. আবদুল গফ্ফার এ অভিযানের নেতৃত্ব দেন। পরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট বনি আমিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর জরিমানা করেন।

জানা গেছে, অভিজ্ঞ টেকনিশিয়ান, মানসম্মত যন্ত্রপাতি ব্যবহার না করা ও রেজিষ্ট্রেশন নবায়ন না থাকার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ‘মা ও শিশু হাসপাতাল (প্রাঃ) লিমিটেডকে ২০ হাজার টাকা, নোভা ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার ও মিম ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা’ জরিমানা করা হয়।

এরমধ্যে রেজিষ্ট্রেশন নবায়ন, ল্যাবের চিকিৎসক, টেকনিশিয়ানসহ কয়েকটি ত্রুটির কারণে মীম ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, নির্দেশনা অমান্য করে লক্ষ্মীপুরে উদ্যোক্তারা বিভিন্ন নামে ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল গড়ে তুলছে। এতে মানসম্মত যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে না। অনেক হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে দক্ষ টেকনিশিয়ান নেই।

এছাড়া নিবন্ধন ছাড়াই অনেকে প্রতিষ্ঠান গড়ে তুলছেন। এসব অভিযোগে অভিযান চালিয়ে সত্যতা পাওয়ায় ওই তিন প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন আবদুল গফ্ফার জানান, মীম ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তাদের রেজিষ্ট্রেশন নবায়ন, ল্যাবের চিকিৎসক ও টেকনিশিয়ান নিয়োগসহ বিভিন্ন ত্রুটি রোধ করলেই প্রতিষ্ঠান চালাতে পারবে। অপর দুই প্রতিষ্ঠানের কার্যক্রম চলবে। তবে তাদের প্রতিষ্ঠানে যেসব ত্রুটি রয়েছে সেগুলো ঠিক করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসা বাস্তবায়নে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সান নিউজ/জেইউবি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা