সারাদেশ

বাঁচতে চায় শুভপ্রিয় খীসা

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি: শুভপ্রিয় খীসা বাংলাদেশ আনসার বাহিনীর একজন গর্বিত সদস্য। তার সদস্য পরিচিতি নম্বর ৭৩৪৮১। সে দেশপ্রেম ও জাতির সেবার মানসে আনসার বাহিনীতে নিবেদিত সদস্য হিসেবে যোগ দিয়েছে বছর চারেক আগে। অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে সে।

বর্তমানে খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলা পরিষদ কমপ্লেক্সে নিরাপত্তারক্ষী হিসেবে কর্তব্যরত আছে। শুভপ্রিয় খীসার বাড়ি রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের দুরখেয়া গ্রামে। তার বাবা জ্ঞান বিকাশ খীসা একজন খেটে খাওয়া সাধারণ কৃষক এবং মা কৃপালতা খীসা সাধারণ কিষাণী।

কর্তব্যরত অবস্থায় গত ৯ ডিসেম্বর ২০২০ তারিখে হঠাৎ চোখে অন্ধকার অনুভব করে গুরুতর অসুস্থ হয়ে পরে সে। সঙ্গে সঙ্গেই পুরোপুরি অন্ধত্ব হয়ে যায়।

এদিন তার সহকর্মীসহ বাহিনীর উপস্থিত সদস্য-কর্মকর্তাদের সহায়তায় জরুরি চিকিৎসার জন্য প্রথমে রাঙামাটি সদর হাসপাতাল এবং পরে চট্টগ্রাম নিয়ে যান স্বজনরা।

প্রথমে চট্টগ্রামের পাহাড়তলী চক্ষু হাসপাতাল এ ভর্তির পর সেখান থেকে চট্টগ্রামের রয়েল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেছেন, শুভপ্রিয় খীসা অত্যন্ত ভয়াবহ ও কঠিন রোগে আক্রান্ত। তার ব্রেন টিউমার হয়েছে।

ইতিমধ্যে চট্টগ্রামের রয়েল হাসপাতালে শুভপ্রিয় খীসার প্রথম দফায় প্রাথমিক অস্ত্রোপচার করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এতে এ পর্যন্ত তার চিকিৎসা ব্যয় হয়েছে ৪-৫ লাখ টাকা।

বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে চট্টগ্রামে চিকিৎসাধীন রয়েছে সে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তী চূড়ান্ত অস্ত্রোপচার নিশ্চিত সফল করতে হলে ভারতে নিয়ে যেতে হবে।যত দ্রুত সম্ভব তার চূড়ান্ত অস্ত্রোপচার করতে হবে। এতে সব মিলিয়ে চিকিৎসা ব্যয় হতে পারে ১৫-২০ লাখ টাকা। কিন্তু এত টাকা ব্যয়ে ছেলের জীবন বাঁচাতে কঠিন পরিস্থিতির সম্মুখীন শুভপ্রিয় খীসার বাবা-মা, পরিবার ও স্বজনরা। অথচ দ্রুত অস্ত্রোপচারসহ সর্বোচ্চ উন্নত চিকিৎসার ব্যবস্থা করা না গেলে শুভপ্রিয় খীসার জীবন বাঁচানো সম্ভব নয়।

এ অবস্থায় জীবন সঙ্কটাপন্ন বাংলাদেশ আনসার বাহিনীর স্বল্প বেতনভোগী নিবেদিত সদস্য শুভপ্রিয় খীসার জীবন বাঁচাতে তার উন্নত চিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গসহ সংশ্লিষ্ট সংস্থার উর্দ্ধতন কর্তৃপক্ষ এবং মানবতাবাদী মহানুভব সব মানুষের কাছে মানবিক সাহায্যের আবেদন জানাচ্ছেন, তার অসহায় বাবা-মা, পরিবার ও স্বজনরা।

শুভপ্রিয় খীসার চিকিৎসা সহায়তার জন্য বিকাশ নম্বর ০১৫৫৮৯৪৮৪৫৭ (রোগীর পরিবার ও স্বজন) এবং ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ০৪৮২০৫০০১২৩৫১, ওয়ান ব্যাংক, বনরুপা রাঙামাটি শাখায় আর্থিক সহায়তা পাঠানো যাবে। সাহায্য পাঠানোর আগে ওই বিকাশ নম্বরে কল করে বিস্তারিত জানতে বিনীত প্রার্থনা জানানো হয়েছে।

সান নিউজ/এমকেইউ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উপজেলা চেয়ারম্যান প্রার্থী পান্নার গণসংযোগ

রাজীব চৌধুরী, কেশবপুর : আসন্ন কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনে...

বোয়ালমারীতে স্বর্ণের কারিগরকে কুপিয়ে জখম

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে...

বজ্রপাতের সময় করণীয়

লাইফস্টাইল ডেস্ক: চলমান তাপপ্রবাহ...

নিজ্জর হত্যায় সন্দেহভাজন ৩ জন গ্রেফতার 

আন্তর্জাতিক ডেস্ক: কানাডায় বসবাসর...

মৃত্যু থেকে বাঁচলেন দেব

বিনোদন ডেস্ক : কলকাতার জনপ্রিয় অভিনেতা দীপক অধিকারী দেব। ভার...

কেমব্রিজ পরীক্ষায় ডিপিএস শিক্ষার্থীদের সাফল্য

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি প্রকাশ...

ফরিদপুরে স্টপেজের দাবিতে মানববন্ধন 

বিভাষ দত্ত, ফরিদপুর: ফরিদপুরে রেল...

পাবনায় আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস পালিত

পাবনা প্রতিনিধি: ‘জলবায়ু স...

অস্ট্রেলিয়া গেলেন বিমানবাহিনী প্রধান

নিজস্ব প্রতিবেদক: সরকারি সফরে অস্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা