সারাদেশ

সুষ্ঠু ও সুন্দর পরিবেশে চালনা পৌরসভার ভোট গ্রহণ শুরু

নিজস্ব প্রতিনিধি, খুলনা : সুষ্ঠু ও সুন্দর পরিবেশে খুলনায় চালনা পৌরসভার ভোট গ্রহণ শুরু হয়েছে। সকালের কনকনে শীতে ভোট কেন্দ্রে পুরুষের ভোটারদের উপস্থিতি কম থাকলেও নারী ভোটারদের উপস্থিতি বেশি দেখা গেছে।

সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ৮ থেকে শুরু হয়েছে চালনা পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ। একটানা বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উৎসব ও আনন্দমুখর পরিবেশ বিরাজ করছে চালনা পৌর এলাকায়। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে ভোট কেন্দ্রে নারীদের উপস্থিতি বেশি দেখা গেছে।

ইভিএম পদ্ধতিতে এবারই প্রথম ভোট প্রদান করছে চালনা পৌরবাসী। ৯টি কেন্দ্রেই ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। চালনা পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১২ হাজার ১শ’ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ৮৬৩ ও নারী ৬ হাজার ২৩৭ জন ভোটার রয়েছে। এখানে সাধারণ ৯টি আসনে ২৭জন এবং সংরক্ষিত ৩টি আসনের বিপরীতে কাউন্সিলর প্রার্থী রয়েছেন ১০জন। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের সনত কুমার বিশ্বাস, বিএনপি’র মো. আবুল খয়ের খাঁন এবং স্বতন্ত্র অচিন্ত্য কুমার মণ্ডল ও গৌতম কুমার রায় প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোট গ্রহণ শুরুর পর থেকে শিশু কানন প্রি ক্যাডেট স্কুল ও কেসি পাইলট স্কুল কেন্দ্রে দেখা গেছে নারী ভোটারদের দীর্ঘ লাইন। পুরুষের ভোটারদের উপস্থিতি কম দেখা গেছে।

জানা গেছে, বেশির ভাগ পুরুষরা কৃষক। তারা মাঠে রয়েছেন। তারা দুপুরের পর ভোটকেন্দ্রে আসবেন বলে। ভোট কেন্দ্রে উপস্থিত নারী ভোটাররা বলেন, সকাল সকাল ভোট দিলে বাড়িতে গিয়ে ঘর গৃহস্থালির কাজ করা যাবে।

এদিকে, ভোটের পরিবেশ সুষ্ঠু বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২০২ জন সদস্য মোতায়েন করা হয়েছে । এর মধ্যে পুলিশ, আনসার ও বিজিবি সদস্যরা রয়েছেন। ভোটকেন্দ্র ও নির্বাচনী এলাকায় পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স ভোটকেন্দ্রে নিয়োজিত রয়েছে। প্রত্যেক কেন্দ্রে ৯ জন করে পুলিশ ও আনসার সদস্য এবং দুই প্লাটুন বিজিবি সদস্য ভোটের মাঠে নিয়োজিত রয়েছেন।

এছাড়া নির্বাচনে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন। তারা আচরণবিধি প্রতিপালনসহ সার্বিক বিষয়ে দায়িত্ব পালন করবেন। নির্বাচন পরিচালনায় ৯টি কেন্দ্রে নয়জন প্রিসাইডিং কর্মকর্তা, ৪৩ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং ৮৬ জন পোলিং কর্মকর্তা নিয়োজিত রয়েছেন। দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিন্টু বিশ্বাস আশা প্রকাশ করে বলেন, নির্বাচন সুষ্ঠু হবে, ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগের করার আহবান জানান।

নির্বাচনের সহকারি রিটার্নিং কর্মকর্তা কাজী মাহামুদ হোসেন বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। আশা করি শেষ পর্যন্ত পরিবেশ সুষ্ঠু থাকবে।

উল্লেখ্য, ২০০৪ সালের নভেম্বরে চালনা পৌরসভার যাত্রা শুরু প্রতিষ্ঠিত হয়। ওই সময়ে বিএনপি নেতা মো. আবুল খয়ের খান পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১১ সালের নির্বাচনে সাবেক মেয়র অচিন্ত্য কুমার মণ্ডলের কাছে পরাজিত হন বর্তমান মেয়র সনত কুমার বিশ্বাস। ২০১৫ সালের নির্বাচনে সনত কুমার বিশ্বাস কাছে পরাজিত হন অচিন্ত্য কুমার মণ্ডল। ঐ নির্বাচনে সনত বিশ্বাস আওয়ামী লীগের সমর্থন নিয়ে বিজয়ী হন এবং বিএনপি সমর্থিত প্রার্থী শেখ আব্দুল মান্নান তৃতীয় হন।

সান নিউজ/একে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কোচিং সেন্টারে মিলল বিপুল অস্ত্র-বিস্ফোরক

রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় একটি বাড়ি থেকে অস্ত্র ও বিস্ফোরক তৈরি সরঞ্জাম...

আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠক শেষ, যুদ্ধ স্থগিতের ঘোষণা নেই

যুক্তরাষ্ট্রের আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট...

কোনো চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

কোনো চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র...

রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার প্রভাব কাজে লাগাতে চায় বাংলাদেশ

দীর্ঘদিনের রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবিলায় আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করা...

ফের ৯৮ বাংলাদেশিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠাল মালয়েশিয়া

ফের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে ৯৮ বাংলাদেশিকে। বিম...

ফের ৯৮ বাংলাদেশিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠাল মালয়েশিয়া

ফের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে ৯৮ বাংলাদেশিকে। বিম...

‘গোপন রাজনীতি’, ছাত্রশিবির ও ডাকসু নির্বাচন নিয়ে উত্তপ্ত ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেস্টরুম সংস্কৃতি এবং এই কেন্দ্রিক নির্যাতন গত ১৫ বছরে ছি...

রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার প্রভাব কাজে লাগাতে চায় বাংলাদেশ

দীর্ঘদিনের রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবিলায় আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করা...

কোনো চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

কোনো চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র...

আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠক শেষ, যুদ্ধ স্থগিতের ঘোষণা নেই

যুক্তরাষ্ট্রের আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা