সারাদেশ

অধ্যক্ষ পদে পদোন্নতি : জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, কেশবপুর (যশোর) : যশোর জেলার কেশবপুর উপজেলাধীন হাজী আব্দুল মোতালেব মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) পদে জ্যেষ্ঠতা বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে হাজী আব্দুল মোতালেব মহিলা কলেজের হিসাব বিজ্ঞান বিষয়ের জ্যেষ্ঠতম সহকারী অধ্যাপক মোঃ আব্দুর রাজ্জাক সরদার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এর চেয়ারম্যান বরাবর ও আব্দুল মোতালেব মহিলা কলেজের গভর্নিংবডির সভাপতি মোঃ আব্দুস সোবহান বরাবর ডাকযোগে লিখিত অভিযোগ প্রেরণ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, মোঃ আব্দুর রাজ্জাক সরদার অত্র কলেজে হিসাব বিজ্ঞান প্রভাষক পদে ১৫/১১/১৯৯৩খ্রিঃ যোগদান করেন এবং ০১/০১/১৯৯৫ হতে সূচক ৪০৮৩৮১ তে এম.পি.ও ভুক্ত হন। তিনি ০১/০৭/২০০১ খ্রিঃ হতে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেয়ে ১ম জ্যেষ্ঠতম শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

অপরদিকে ফরিদা আখতার ইতিহাস প্রভাষক পদে ১৬/১১/১৯৯৩ তারিখ যোগদান করেন এবং ০১/০১/১৯৯৫ তে সূচক ৪০৮৩৮৩ তে এম.পি.ও ভুক্ত হন। ০১/০১/২০০৩ খ্রিঃ হতে তিনি সহকারি অধ্যাপক পদে পদোন্নতি পেয়ে ২য় জ্যেষ্ঠতম শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং- শিম / শাঃ ১১/৩-৯/২০১১/২৫৬, তারিখ ০৬/০৬/২০১১ খ্রিঃ পরিপত্রের অনুচ্ছেদ ৩, শিম / শাঃ ১১/৩-৯/২০১১/৪৮৪ তারিখ ০৯/০৭/২০১২ খ্রিঃ পত্রের ৩.১ অনুচ্ছেদ মোতাবেক বেসরকারি কলেজের অধ্যক্ষের শূন্যপদে জ্যেষ্ঠতম শিক্ষক অধ্যক্ষের দায়িত্ব পালন করবেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ১৩/০৫/২০১৯ খ্রিঃ তারিখের জারিকৃত ৩৭.০২.০০০০.১০৫.৯৯.০১০.২০১৮-২৮৩১ স্মারক পত্রে ৬০ (ষাট) বছর হওয়ার পর জেষ্ঠ শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র ও মাউশির নির্দেশনা অমান্য করে কলেজের গভর্নিংবডির সভাপতি মোঃ আব্দুস সোবহানের সভাপতিত্বে ৩০/১০/২০২০ খ্রিঃ মিটিং এ বিধি লঙ্ঘন করে ১ম জ্যেষ্ঠতম শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক সরদারকে ভারপ্রাপ্ত অধক্ষের দায়িত্ব প্রদান না করে ২য় জ্যেষ্ঠতম শিক্ষক ফরিদা আখতারকে (সূচক সংখ্যা: ৪০৮৩৮৩) ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করেছে। যা শিক্ষা মন্ত্রনালয়ের স্মারক নং ২৪৫ তারিখ ১২/০৬/২০১৮ খ্রিঃ জারিকৃত এম.পি.ও নীতিমালা ২০১৮ এর ১৩নং ধারা লঙ্ঘন করা হয়েছে।

এবিষয়ে জ্যেষ্ঠতম শিক্ষক আব্দুর রাজ্জাক সরদার জ্যেষ্ঠতা লঙ্ঘন না করে শিক্ষা মন্ত্রণালয়ের ও মাউসি এবং ২০১৮ এর এম.পি.ও নীতিমালা অনুসরন করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ সঠিক নীতিমালা অনুসরণের দাবি জানান।

সান নিউজ/এআর/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা