সারাদেশ

নাইক্ষ্যংছড়িতে বেইলী ব্রীজ ভেঙ্গে পণ্যবাহী ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বেইলি ব্রীজ ভেঙে খালে পড়ে গেছে পণ্যবাহী ট্রাক। বুধবার (২৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৪ টায় ১১বিজিবি ব্যাটালিয়ন সংলগ্ন নাইক্ষ্যংছড়ি-রামুর গর্জনিয়া বাজার সড়কের বেইলী ব্রীজটি ভেঙ্গে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয় মুদি দোকানী আবু সুফিয়ান জানান, তার দোকানের বিভিন্ন মালামাল বোঝাই ট্রাকটির ড্রাইভার তার কথা না শুনে এ ব্রীজ দিয়ে পার হওয়ার সময় ট্রাকটি উল্টে খালে পড়ে যায়। তার ব্যাপক ক্ষতি হয়। এ ট্রাকের নম্বর চট্টমেট্টো-ট - ১১৯৫৯০। ঘটনায় কেউ হতাহত হয়নি।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, পণ্যবাহী ট্রাকটির চালক বাবুল (বাড়ি-নোয়াখালী) হঠাৎ ব্রীজের উত্তরাংশের রেলিং এ ধাক্কা দেয় আচমকা। এতে ট্রাকটি নিমিষেই উল্টে গিয়ে ২০ ফুট নিচে খালে পড়ে যায়। খালে পানি বেশী না থাকায় মানুষ ও মালামালের কোন ক্ষতি হয়নি। শুধু সরাসরি গাড়ি যোগাযোগ বন্ধ হয়ে ২ কিলোমিটার দূরের রূপনগর নারিকেল বাগান ব্রীজ হয়ে গর্জনিয়া বাজার বাইশারী যাচ্ছে । আর অনেক লোকজন পার হচ্ছে পা হেঁটে। এভাবে নাইক্ষ্যংছড়ি উপজেলা এবং রামু উপজেলা সদরের স্কুল, কলেজ ও মাদরাসায় পড়ুয়া শিক্ষাথী সহ অফিস আদালতের লোকজনের ভোগান্তি চরম আকারে ঠেকেছে।

মাস্টার এখলাসুল কবির জানান, এ ব্রীজটি নির্মিত হয় ১৯৯০ সালে। এরপর থেকে দুবার এ ধরনের ঘটনা ঘটে। প্রথমবার ২০১৪ সালে।দ্বিতীয়বার বুধবার ভোরে।

অপর প্রতিবেশী মুছলেহ উদ্দিন জানান, ব্রীজটি ঝুঁকিপূর্ণ হলেও বান্দরবান সড়ক ও জনপথ বিভাগ সতর্কতা মূলক কোন সাইনবোর্ড বা অন্য কোন ব্যবস্থা নেননি এতো দিন। তবু বিজিবি নিজ দায়িত্বে বড়গাড়ি পারাপারে বাঁধা দিলেও ঘটনার সময় গভীর রাত আর কূয়াশার কারণে ট্রাকটি পার হওয়ার সময় বুঝে উঠতে পারে নি। হয়ত ড্রাইভারের ঘুমঘুম ভাব ছিলো। তাই রেলিং এ ধাক্কা মারে সে। তার ধারণা ৬ চাকার এ গাড়ির ওজন ও মালামাল সহ ৫০ টন হতে পারে। তাই এ দশা হয়েছে।

ব্রীজ সংলগ্ন ১১ বিজিবি ব্যাটালিয়ন। এ ব্যাটালিয়নের অধিনায়ক ও জোন কমান্ডার লে: কর্ণেল শাহ আবদুুল আজিজ আহমেদ বলেন, চট্টগ্রাম থেকে আসা পণ্যবাহী ট্রাকটি দিনের বেলায় ঢুকতে পারবে না জেনেই বিজিবিকে ফাঁকি দিতে রাত ৩/৪ টায় কূয়াশার চাদরে ঢাকা ব্রীজটি পার হতে চেয়েছিলো। তার কারণেই এই দূর্ঘটনা ঘটলো।

তিনি আরও বলেন, বিজিবি জনস্বার্থে দীর্ঘদিন ব্রীজটির অনেকাংশে তদারকি করে আসছিলো। চেষ্টা করেছিলো জনদূর্ভোগ যেন না বাড়ে। কিন্তু শেষ রক্ষা হয়নি। ব্যবসায়ীরা নিজের মতো করে মালামাল পার করে আসছিলেন।

নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক শফিউল্লাহ দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি বিষয়টি শুনার সঙ্গে সঙ্গে পরিদর্শন করেন বান্দরবান সড়ক ও জনপদ বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলীকে দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন।

এদিকে বান্দরবান সড়ক ও জনপদ বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী আমিনুর রশিদ বলেন, বিষয়টি গুরুত্বসহকারে আমলে এনে যোগাযোগ স্বাভাবিক করতে চেষ্টা করছেন এবং তারা এখন ঘটনাস্থলে অবস্থান করছেন।

সান নিউজ/জেএম/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখানো হলো একাত্তর টিভির সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল বাবুকে

অভিযোগে বলা হয়, সেনা সমর্থিত সরকারের সময় ২০০৭ সালের ১৭ মার্চ তারা বৈশাখী টিভি...

দেশে মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০,খসড়া তালিকা প্রকাশ

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্পূরক খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্ব...

ট্রাম্পের দূতের হাতে বিশেষ পুরস্কার তুলে দিলেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্...

লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্য দিলে পুরস্কার দেবে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ছাত...

দেশে মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০,খসড়া তালিকা প্রকাশ

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্পূরক খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্ব...

ইভিএম বাতিল, ফিরছে ‘না’ ভোট

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম বাতিল করে ‘না’ ভোটের বিধান ফিরি...

অবহেলায় শিক্ষা খাত, সংস্কারে কমিশনও করা হয়নি

অন্তর্বর্তী সরকারের এক বছরে শিক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতে দৃশ্যমান পরিবর্তন হ...

ভোটের অধিকার বাস্তবায়ন না হওয়ার ষড়যন্ত্র হচ্ছে: তারেক রহমান

স্বৈরাচার পতনের আন্দোলনের প্রথম ধাপ শেষ হয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চ...

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম বন্দরে বিদেশি অপারেটর নিয়োগ

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মা...

রংপুরে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন: আসক

রংপুরে তারাগঞ্জ উপজেলা এলাকায় ভ্যান চুরির সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা