নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেট বিভাগে করোনায় আক্রান্তদের মধ্যে আরেক জনের মৃত্যু হয়েছে। তিনি সিলেট জেলার অধিবাসী।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ২শ' ৩৮। এর মধ্যে সিলেট জেলায় ১৭৫, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারের ২২ জন।
এ বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ৩১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৭২ জন।
এরমধ্যে সিলেট জেলায় ৭ হাজার ৯শ' ৬৮, সুনামগঞ্জে ২ হাজার ৪শ' ৩২, হবিগঞ্জে ১ হাজার ৮শ' ৬২ এবং মৌলভীবাজারে ১ হাজার ৮শ' ১০ জন।
এদিকে সিলেট বিভাগে করোনা আক্রান্ত রোগীদের মধ্য থেকে গত ২৪ ঘন্টায় ৫৫ জন সুস্থ হয়েছে। এর মধ্যে সিলেট জেলা ৪৬, সুনামগঞ্জে ৫ এবং মৌলভীবাজারের ৪ জন।
সব মিলিয়ে এ বিভাগে সুস্থ রোগীর সংখ্যা ১২ হাজার ৭শ' ৭৩ জন। এর মধ্যে সিলেট জেলার ৭ হাজার ১শ' ৫০, সুনামগঞ্জে ২ হাজার ৩শ' ৭২, হবিগঞ্জে ১ হাজার ৫শ' ৪৯ ও মৌলভীবাজারের ১ হাজার ৭শ' ২ জন।
আজ সকাল ৮টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১ হাজার ৯শ' ৫ জন। এর মধ্যে ৫২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আর বাকিরা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার সকালে সিলেট বিভাগীয় স্বস্থ্য কর্মকর্তার কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করেছে।
সান নিউজ/এক/এস