রেজাউল ইসলাম, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায়। ইতিমধ্যে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীগণ নিজ নিজ পরিচয় তুলে ধরে পৌরসভার বিভিন্ন রাস্তা-ঘাট, অফিস-আদালতের সামনে, চায়ের দোকানে এবং হাট-বাজার ও গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে ব্যানার, পোষ্টার, ফেসটুন, বিলবোর্ড ও স্টিকার লাগিয়ে দিয়েছেন।
পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে নৌকার কান্ডারি হতে চান বাংলাদেশ আওয়ামী লীগ গাইবান্ধা জেলা শাখা উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সুন্দরগঞ্জ উপজেলা শাখা বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সাজেদুল ইসলাম। তিনি সুন্দরগঞ্জ মহল্লার ৩নং ওয়ার্ডের গোলাম হোসেন সরকারের ছেলে। তিনি ১৯৮৭ সালের ১৫ই আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শোকসভার মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগ সুন্দরগঞ্জ উপজেলা শাখায় যোগদান করে রাজনীতিতে সক্রীয় হন।
এরপর ১৯৯১ সাল থেকে ১৯৯৪ সাল পর্যন্ত সুন্দরগঞ্জ উপজেলা শাখা বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ১৯৯৬ সালে সুন্দরগঞ্জ উপজেলা শাখা বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও ২০০৩ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামীলীগ সুন্দরগঞ্জ উপজেলা শাখা সাংগঠনিক সম্পাদক পদে নিষ্টার সাথে দায়িত্ব পালন করেন।
রাজনৈতিক জীবনে বিরোধীদল বিএনপি-জামায়াত শিবিরের বিভিন্ন মামলা হামলা ও নির্যাতনের স্বীকার হয়ে ১৭টি রাজনৈতিক মামলার আসামি হয়েছিলেন। এছাড়া ২০০৮ ও ২০১৪ সালের ৯ম ও ১০ম জাতীয় সংসদ নির্বাচনে নিজের জীবনকে বাজি রেখে সর্বোচ্চ ভূমিকা পালন করেন। বর্তমানে তিনি গাইবান্ধা জেলা শাখা বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সুন্দরগঞ্জ উপজেলা শাখা বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-আহবায়কের দায়িত্ব পালন করছেন। তার শিক্ষাগত যোগ্যতা বিএ পাশ, পেশায় শিক্ষক। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত, দুই কন্যা সন্তানের জনক।
সাজেদুল ইসলাম জানান, তিনি দীর্ঘদিন থেকে সুস্থ ধারার রাজনীতি করে আসছেন এবং দুঃস্থ অসহায়, বন্যায় ক্ষতিগ্রস্থ ও শীতার্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী ও শীতবস্ত্র বিতরণসহ মসজিদ মন্দিরে অনুদান প্রদান করেন। এছাড়া মাদক, জুয়া, বাল্য বিবাহের বিরুদ্ধে জনসচেতনতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন। তিনি আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থীতা প্রত্যাশা করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি তাকে মেয়র পদে নির্বাচনের সুযোগ দেন তাহলে তিনি সুন্দরগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক যুগোপযোগি পৌরসভা উপহার দিবেন। তিনি নৌকার সমর্থন পেতে সকলের সহযোগিতা কামনা করেছেন।
সান নিউজ/আরকে/এস