নিজস্ব প্রতিনিধি, পাবনা : আজ ১০ নভেম্বর মঙ্গলবার পাবনায় প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলনকারী ও মুক্তিযুদ্ধকালীন সময়ে বৃহত্তর পাবনা জেলার মুজিব বাহিনী ও মুক্তিবাহিনী প্রধান, সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুলের ২০তম শাহাদৎ বার্ষিকী।
পাবনার গণমানুষের প্রাণপ্রিয় নেতা রফিকুল ইসলাম বকুল ২০০০ সালের ১০ নভেম্বর এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ইন্তেকাল করেন। তার শাহাদৎ বার্ষিকীর কর্মসূচি এবার করোনা মহামারীর কারণে সংক্ষিপ্ত করা হয়েছে।
সংক্ষিপ্ত কর্মসূচির মধ্যে রয়েছে মরহুমের কবর জিয়ারত, পবিত্র কোরআন খানী ও এতিমদের মাঝে খাবার বিতরণ। এর আগে গত শুক্রবার মরহুমের আত্মার মাগফেরাত কামনায় গোপালপুরস্থ জান্নাতুল মাওয়া জামে মসজিদ, পাবনা জেলা স্কুল মসজিদ ও কাচারী জামে মসজিদে বাদ জুমা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মরহুম রফিকুল ইসলাম বকুল পাবনা সদর আসন থেকে তিনবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৭১ সালে ২৩ মার্চ পাবনা টাউন হল ময়দানে পাবনায় সর্বপ্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। তিনি দীর্ঘদিন পাবনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মৃত্যুর আগ পর্যন্ত পাবনা জেলা বিএনপি’র সভাপতি ও জাতীয় সংসদ সদস্য হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।
সান নিউজ/রাকিব/এসএম
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            