নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটে র্যাব'র হাতে গ্রেপ্তার হওয়া ৩ চোরকারবারিকে কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন, কুমিল্লার দাউদকান্দি উপজেলার চশই গ্রামের মৃত শাহজাহান ফকিরের ছেলে রেজাউল করিম (৩৬), সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের শাহ আলমের ছেলে স্বপন আহমদ (২১) ও ছৈলাখাল গ্রামের আব্দুল জলিলের ছেলে মো. মাসুম আহমেদ (২৩)।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে তাদের আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে মঙ্গলবার দুপুরের দিকে তাদেরকে শাহপরাণ থানার সুরমা গেইট থেকে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাই মালামালসহ গ্রেপ্তার করে র্যাব-৯।
উদ্ধারকৃত আলামতসহ ৩ চোরাকারবারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে শাহপরান থানায় হস্তান্তর করা হয় বলে জানায় র্যাব'র গণমাধ্যম শাখা।
সান নিউজ/এক/এনকে/এস
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            