ছবি: সান নিউজ
সারাদেশ

ফেনীতে গণভোট নিয়ে পেশাজীবী ও জনসাধারণের সাথে মতবিনিময় সভা

জহিরুল হক মিলন, ফেনী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ফেনীতে জেলা পর্যায়ে পেশাজীবী ও জনসাধারণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

ফেনী জেলা প্রশাসক মনিরা হকের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক ফাহমিদা হক, রোমেন শর্মা, পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. নবী নেওয়াজ, জেলা নির্বাচন কর্মকর্তা নাজিম উদ্দিন, জেলা শিক্ষা কর্মকর্তা মো. শফী উল্যাহ, জেলা তথ্য অফিসার এস এম আল-আমিনসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, এনজিও প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তব্য দেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজিম উদ্দিন, ব্যাংকার্স ফোরামের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক নাজমুস সাকিব, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি এড. পার্থ পাল চৌধুরী, জেলা শিক্ষক সমিতির সভাপতি এটিএম শামছুল হক চৌধুরী, এনজিও প্রতিনিধি ওমর ফারুক, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, স্টার লাইন গ্রুপের জাফর উদ্দিন, ছাত্র প্রতিনিধি মুহাইমিন তাজিম ও প্রিন্স মুহাম্মদ আজিম।

সভাপতির বক্তব্যে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক বলেন, “অবৈধ অস্ত্র উদ্ধার ইতোমধ্যে শুরু হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছে। নির্বাচনের আগে-পরে সাত দিন পর্যন্ত তারা মাঠে কাজ করবে। এ সময়টাতে আমরা রাজনৈতিক দল ও প্রার্থীদের শালীন ও সহিষ্ণু আচরণ চাই। কেউ যেন অসহিষ্ণু হয়ে না উঠে। এছাড়া ভোটের দিন সবাই যেন ভোটাধিকার নিশ্চিত করতে পারে, সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা সকল ভোটারকে কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করবো।”

পুলিশ সুপার শফিকুল ইসলাম বলেন, “সবাইকে ভোটাধিকার প্রয়োগে অনুরোধ করবো। আমরা চাই সবাই যেন ভোটকেন্দ্রে আসেন। পুলিশ ভোটারের নিরাপত্তা ও ভোটকেন্দ্র স্বাভাবিক রাখতে যেন কাজ করতে পারে, আমরা সে সহযোগিতা আপনাদের কাছ থেকে চাই। আপনারা সহযোগিতা করলে সুন্দর নির্বাচন উপহার দেওয়া সম্ভব। আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে যাবো।”

সভায় অন্যান্য বক্তারা গণভোটকে গণতন্ত্রের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ উল্লেখ করে সঠিক তথ্য, দায়িত্বশীলতা ও নাগরিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর বাছির উদ্দিন ইন্তেকাল করেছেন

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর বাছির উদ্দিন জুয়েল (৫২) ইন্তেকাল করেছেন।

জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সদ্য প্রয়াত সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম...

আহতদের খোঁজ না মেলায় শেখ হাসিনাসহ ১১৩ জনের অব্যাহতির সুপারিশ

জুলাই গণঅভ্যুত্থানের সময় সাহেদ আলীসহ ১০ জনকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায়...

নোয়াখালীতে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ

নোয়াখালী জেলা সিভিল সার্জনের কার্যালয়ের অধীনে অনুষ্ঠিত স্বাস্থ্য সহকারী নিয়োগ...

বিএনপির বিরুদ্ধে যারা অপব্যাখ্যা দিচ্ছে, তারাই সন্ত্রাসীদের শেল্টার দিচ্ছে: এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, যারা বিএনপির বিরুদ্ধে...

জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সদ্য প্রয়াত সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম...

ফেনীতে গণভোট নিয়ে পেশাজীবী ও জনসাধারণের সাথে মতবিনিময় সভা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ফেনীতে জেলা...

হিজাব-নিকাব নিয়ে কটুক্তি: বিএনপি নেতার শাস্তির দাবিতে ইবিতে মানববন্ধন

হিজাব-নিকাব নিয়ে বিএনপি নেতার কটুক্তিমূলক বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন কর্মস...

মমতাজের জমিসহ তিনটি বাড়ি জব্দ করার নির্দেশ

মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ৪৭৪ শতাংশ জমিসহ...

হত্যাকান্ডের শিকার সমির দাসের বাড়িতে বিএনপি-জামায়াতের প্রার্থী

ফেনীর দাগনভুঞায় দুর্বৃত্তদের হাতে নৃশংসভাবে হত্যাকান্ডের শিকার অটো রিকশাচালক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা