আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ফেনীতে জেলা পর্যায়ে পেশাজীবী ও জনসাধারণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
ফেনী জেলা প্রশাসক মনিরা হকের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক ফাহমিদা হক, রোমেন শর্মা, পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. নবী নেওয়াজ, জেলা নির্বাচন কর্মকর্তা নাজিম উদ্দিন, জেলা শিক্ষা কর্মকর্তা মো. শফী উল্যাহ, জেলা তথ্য অফিসার এস এম আল-আমিনসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, এনজিও প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তব্য দেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজিম উদ্দিন, ব্যাংকার্স ফোরামের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক নাজমুস সাকিব, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি এড. পার্থ পাল চৌধুরী, জেলা শিক্ষক সমিতির সভাপতি এটিএম শামছুল হক চৌধুরী, এনজিও প্রতিনিধি ওমর ফারুক, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, স্টার লাইন গ্রুপের জাফর উদ্দিন, ছাত্র প্রতিনিধি মুহাইমিন তাজিম ও প্রিন্স মুহাম্মদ আজিম।
সভাপতির বক্তব্যে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক বলেন, “অবৈধ অস্ত্র উদ্ধার ইতোমধ্যে শুরু হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছে। নির্বাচনের আগে-পরে সাত দিন পর্যন্ত তারা মাঠে কাজ করবে। এ সময়টাতে আমরা রাজনৈতিক দল ও প্রার্থীদের শালীন ও সহিষ্ণু আচরণ চাই। কেউ যেন অসহিষ্ণু হয়ে না উঠে। এছাড়া ভোটের দিন সবাই যেন ভোটাধিকার নিশ্চিত করতে পারে, সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা সকল ভোটারকে কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করবো।”
পুলিশ সুপার শফিকুল ইসলাম বলেন, “সবাইকে ভোটাধিকার প্রয়োগে অনুরোধ করবো। আমরা চাই সবাই যেন ভোটকেন্দ্রে আসেন। পুলিশ ভোটারের নিরাপত্তা ও ভোটকেন্দ্র স্বাভাবিক রাখতে যেন কাজ করতে পারে, আমরা সে সহযোগিতা আপনাদের কাছ থেকে চাই। আপনারা সহযোগিতা করলে সুন্দর নির্বাচন উপহার দেওয়া সম্ভব। আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে যাবো।”
সভায় অন্যান্য বক্তারা গণভোটকে গণতন্ত্রের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ উল্লেখ করে সঠিক তথ্য, দায়িত্বশীলতা ও নাগরিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।
সাননিউজ/আরআরপি