খাগড়াছড়ির পানছড়ি উপজেলার কচুছড়ি মুখ সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মালামাল আটক করা হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে ভোরে উপজেলার কচুছড়ি মুখ সীমান্তে পরিত্যক্ত অবস্থায় এসব মালামাল উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, পানছড়ি ব্যাটালিয়নের আওতাধীন ভারত-বাংলাদেশ সীমান্তের কচুছড়ি মুখ এলাকায় ৩ বিজিবির নায়েব সুবেদার শফিকুল ইসলামের নেতৃত্বে একটি দল বিশেষ অভিযান চালায়।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। তাদের ফেলে যাওয়া বিভিন্ন ধরনের মালামাল জব্দ করা হয়েছে।
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে স্পার্কেল ভীম, আমল দুধ, কমফোর্ট, চা পাতা, বিভিন্ন ব্র্যান্ডের সাবান, অলিভ অয়েল, ডাবল আমল ও সেভেন অয়েল তেল, সেনসোডাইন ও ডাবর রেড টুথপেস্ট, সানসিল্ক ও ক্লিনিক প্লাস শ্যাম্পু, ইঁদুর মারার ওষুধ এবং ডারবিন ক্রিমসহ নানা ভোগ্যপণ্য। যার আনুমানিক বর্তমান বাজারমূল্য ১,১২,১৩৫/- টাকা।
বিজিবি জানায়, উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
জোন অধিনায়ক রবিউল ইসলাম জানান, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকসহ অবৈধ সকল কর্মকাণ্ড রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সাননিউজ/আরআরপি