মুন্সীগঞ্জের গজারিয়াতে আলোচিত জান্নাত হোসেন হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৯ জানুয়ারি) জেলার ডিবি ও গজারিয়া থানা পুলিশের যৌথ বাহিনী অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
জেলা পুলিশের বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আলোচিত ও চাঞ্চল্যকর জান্নাত হত্যা মামলার প্রধান আসামি তাসবীর রাঢ়ী (২২) নামে এক আসামিকে জেলার পাশের নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে তাছলিমা বেগম (৫২) ও শাহীন রাঢ়ী (৬০) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, গত বছরের ২০ ডিসেম্বর গজারিয়া উপজেলার নয়ানগর গ্রামে প্রতিবেশী মাদকাসক্ত দুই ভাই তারেক ও রিয়াদের সঙ্গে বিরোধের জেরে জান্নাত হোসেনকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে আসামিরা। এর আগে নিহতের পিতাকেও পিটিয়ে জখম করে তারা। ঘটনার পর নিহতের মা জাহানারা বেগম ৫ জনের বিরুদ্ধে গজারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সাননিউজ/আরআরপি