কুড়িগ্রামের উলিপুর প্রেসক্লাবের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উলিপুর প্রেসক্লাবের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে প্রেসক্লাব চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর বর্ণাঢ্য র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।
পরে প্রেসক্লাব হলরুমে আলোচনা সভা ও কেক কেটে দিবসটি পালন করা হয়। প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যেসব সাংবাদিক ও প্রেসক্লাবের সদস্য গত হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি উত্তম কুমার সেন গুপ্ত লক্ষণের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাপ্তাহিক জুলফিকার পত্রিকার সম্পাদক মমতাজুল হাসান কারিমী।
এ সময় স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সাংবাদিক মনজুরুল হান্নান, মোন্নাফ আলী, বিশিষ্ট কলামিস্ট ও শিক্ষক এবং বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন বর্মন, জ্যেষ্ঠ সাংবাদিক শহিদুল আলম বাবুল। এছাড়াও বক্তব্য রাখেন লেখক ও গবেষক আবু হেনা মুস্তফা, বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হাসান চাঁদ, কমরেড দেলোয়ার হোসেন প্রমুখ।
সাননিউজ/আরপি