খাগড়াছড়ির মাটিরাঙায় তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেলা ২টার দিকে উপজেলার নতুনপাড়া কেরাতুল কোরআন কারিমিয়া মাদ্রাসায় এ দোয়ার আয়োজন করা হয়।
মাটিরাঙা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে এবং পৌর যুবদলের আহ্বায়ক গিয়াস উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও পার্বত্য উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ ভূইয়া। এছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল।
এ সময় প্রধান অতিথি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত রেখে ‘স্লো পয়জনিং’-এর মতো অমানবিক প্রক্রিয়ায় তাঁকে হত্যা করা হয়েছে বলে আমরা মনে করি। এটি শুধু একজন নেত্রীর নয়, গণতন্ত্রের ওপরও সরাসরি আঘাত।
এ সময় উপস্থিত ছিলেন পৌর এলাকার সকল মাদ্রাসার ছাত্র-ছাত্রী, জেলা, উপজেলা ও পৌর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সাননিউজ/আরআরপি