খাগড়াছড়ির দীঘিনালায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা তৈরির মেশিন ও সরঞ্জামসহ একজনকে আটক করা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের গোলছড়ি এলাকায় অভিযান চালিয়ে দুর্গম পাহাড়ের একটি পরিত্যক্ত জুমঘর থেকে এসব উদ্ধার করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী ও দীঘিনালা থানা পুলিশের যৌথ অভিযান চালিয়ে দুর্গম এলাকার একটি পরিত্যক্ত জুমঘর থেকে লোহার তৈরি একটি মেশিন, হালকা গোলাপি রঙের ১০ পিস ইয়াবা এবং ইয়াবা তৈরির বিপুল পরিমাণ উপাদান উদ্ধারসহ সবুজ কুমার দে (২৯) নামে এক যুবককে আটক করে যৌথ বাহিনী।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার জানান, গ্রেপ্তারকৃত সবুজ কুমারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এবং সকল অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনী নিরলসভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সাননিউজ/আরআরপি