ছবি: সংগৃহীত
সারাদেশ

আইনি জটিলতার অবসান ঘটিয়ে জামিন পেলেন জুলাইযোদ্ধা সুরভি

সান নিউজ অনলাইন

ব্ল্যাকমেইল ও মামলা-বাণিজ্যের অভিযোগে গ্রেপ্তার আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে নিয়ে সৃষ্ট আইনি জটিলতার অবসান ঘটেছে। জন্মসনদ অনুযায়ী তিনি অপ্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও পুলিশি রিমান্ডে নেওয়ার ঘটনায় তীব্র বিতর্কের পর অবশেষে আদালত তার জামিন মঞ্জুর করেছেন।

সুরভীর আইনজীবী রাশেদ খান জামিনের বিষয়টি নিশ্চিত করে জানান, বয়স সংক্রান্ত তথ্য গোপন ও শিশু আইন লঙ্ঘনের বিষয়টি আদালতে স্পষ্টভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত এই সিদ্ধান্ত দিয়েছেন।

সোমবার (৫ জানুয়ারি) গাজীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সুরভীকে ২১ বছর বয়সী দেখিয়ে পুলিশ দুই দিনের রিমান্ড আবেদন করে। অথচ ২০১৮ সালে নিবন্ধিত জন্মসনদ অনুযায়ী সুরভীর বর্তমান বয়স ১৭ বছর ১ মাস ৭ দিন। শিশু আইন ২০১৩ অনুযায়ী, ১৮ বছরের কম বয়সী কোনো শিশুকে রিমান্ডে নেওয়া বা সাধারণ কারাগারে রাখার সুযোগ নেই। মামলার এজাহারে বাদীর দেওয়া তথ্যের ভিত্তিতে বয়স বাড়িয়ে রেকর্ড করায় এই আইনি জটিলতা তৈরি হয়।

এর আগে গত ২৬ নভেম্বর গাজীপুরের কালিয়াকৈর থানায় সাংবাদিক নাঈমুর রহমান দুর্জয় সুরভীর বিরুদ্ধে ৫০ হাজার টাকা চাঁদাবাজির মামলা করেন। ওই মামলায় ২৫ ডিসেম্বর তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর পুলিশ দাবি করে, সুরভী একটি সংঘবদ্ধ চক্রের মূল হোতা, যারা জুলাই আন্দোলনের ভয় দেখিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ৫০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। গুলশানের এক ব্যবসায়ীর কাছ থেকে আড়াই কোটি টাকা আদায়ের অভিযোগও আনা হয় তার বিরুদ্ধে।

সুরভীর আইনজীবীরা আদালতে যুক্তি দেন, জন্মসনদ অনুযায়ী তিনি শিশু এবং শিশুসংক্রান্ত আন্তর্জাতিক সনদ (কনভেনশন) অনুযায়ী তাকে রিমান্ডে নেওয়া সম্পূর্ণ অবৈধ। এর আগে গত ২৬ ডিসেম্বর বয়স বাড়িয়ে আদালতে উপস্থাপন করায় তার জামিন নামঞ্জুর হয়েছিল।

দীর্ঘ শুনানি শেষে আদালত শিশু আইনের বাধ্যবাধকতা ও সুরভীর প্রকৃত বয়স বিবেচনায় নিয়ে তার জামিন মঞ্জুর করেন।

জামিন পাওয়ায় সুরভীকে সাধারণ কারাগার থেকে মুক্তি দেওয়া হবে। তবে মামলার অভিযোগগুলোর তদন্ত কার্যক্রম চলমান থাকবে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় বিপুল পরিমাণ ইয়াবা তৈরির সরঞ্জামসহ আটক ১

খাগড়াছড়ির দীঘিনালায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা তৈরির মেশিন ও সরঞ্জামসহ একজনকে...

ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ঝালকাঠির নলছিটি উপজেলায় এলপিজি গ্যাসের মূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভ...

ওসমান হাদিকে কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয়: ডিবি

পল্লবী থানা যুবলীগের সভাপতি ও উত্তর সিটির সাবেক কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী...

ঝালকাঠির নলছিটিতে গণভোট উপলক্ষ্যে উঠান বৈঠক

ঝালকাঠির নলছিটিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও গণভোট উপলক্ষ্যে উঠান বৈঠ...

মাদারীপুরে যৌতুকের মামলা করায় গৃহবধূর ওপর হামলা, কুপিয়ে জখম

মাদারীপুরে যৌতুকের মামলা করায় এক গৃহবধূর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় ফাতেমা...

কুষ্টিয়ায় যাত্রীবাহী বাস থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

কুষ্টিয়ার মিরপুরে যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করে...

জামায়াতের সঙ্গে জোটের কারণে এনসিপির ৫ নেতার পদত্যাগ

জামায়াত ইসলামীর নেতৃত্বে গঠিত জোটে অংশ নেওয়ায় এনসিপি ফেনী জেলা শাখার বিভিন্ন...

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় গ্রামীণ ফোনের বিক্রয়কর্মী নিহত

কুষ্টিয়ার মিরপুরে ট্রাকের ধাক্কায় আশিক চৌধুরী (২০) নামে গ্রামীণ ফোনের এক বিক্...

ফেনীতে মিথ্যা ধর্ষণ মামলায় স্বামী-স্ত্রীর কারাদণ্ড

ফেনীর আদালতে একের পর এক মিথ্যা মামলা দায়ের করে হয়রানির অভিযোগে স্বামী শহীদুল্...

কুষ্টিয়ায় ১২০০ প্যাকেট নকল বিড়ি জব্দ

কুষ্টিয়ায় মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১১০৪ বোতল সিনা এলকোহল ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা