ঝালকাঠির নলছিটিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও গণভোট উপলক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলার কুশংগল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসের আয়োজনে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ জোবায়ের হাবিব। এতে কুশংগল ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা নির্বাচন অফিসার লেলিন বালা, উপজেলা নির্বাচন অফিসার মোঃ নাজমুল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাছরিন আক্তার প্রমুখ।
এ সময় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সকলকে অংশগ্রহণ করার জন্য জনসাধারণকে উদ্বুদ্ধ করেন।
সাননিউজ/আরপি