ফেনী জেলা প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বাদ জোহর ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়।
এতে ফেনী জেলা বিএনপি’র আহ্বায়ক শেখ ফরিদ বাহার, ফেনী সদর উপজেলা বিএনপি’র সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, ফেনী জেলা প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশন আহ্বায়ক আবদুল মোতালেব হুমায়ুন, সদস্য সচিব হাফিজুর রহমান, সাবেক সভাপতি হারুন অর রশিদ, সাবেক সাধারণ সম্পাদক আবু জোবায়ের ভূঁইয়া মুন্না, সদস্য হুমায়ুন কবির, ফেনী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) পরিচালক মুশফিকুর রহমান পিপুল, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ভিপি বেলাল, পৌর যুবদলের সাধারণ সম্পাদক রাসেল পাটোয়ারী, সদস্য মাইন পাটোয়ারী, মসজিদ কমিটির সদস্য আতাউর রহমান মুকুল, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল, ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মেহেদী হাসান আরাবী, সহ-সভাপতি জাবেদুল হাসান রাহাত, ওনার্স এসোসিয়েশনের অন্যান্য সদস্য ও বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লী অংশ নেন।
এ সময় খালেদা জিয়ার রুহের মাগফিরাত, দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন ফেনী বড় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ আবদুল্লাহ।
সাননিউজ/আরপি