সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার কুলখানি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করেন ফেনী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল আলম মজনু।
খালেদা জিয়ার পৈত্রিক বাড়ির সামনে—ফেনীর ফুলগাজী উপজেলার দক্ষিণ শ্রীপুর বড় মজুমদার বাড়ির সামনে আয়োজিত এ কুলখানিতে হিন্দু-মুসলমান মিলিয়ে সর্বমোট ৬ হাজার লোকের খাওয়ার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফেনী-৩ আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী আবদুল আউয়াল মিন্টু, ফেনী-২ আসনের অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, ফেনী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল আলম মজনু, ফেনী জেলা বিএনপির আহ্বায়ক মো. শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক আনোয়ার পাটোয়ারীসহ দলীয় নেতাকর্মীরা।
সাননিউজ/আরআরপি