ছবি: সংগৃহীত
সারাদেশ

খালেদা জিয়াকে উপহার দিতে ‘কালো মানিক’ নিয়ে ঢাকার পথে কৃষক

পটুয়াখালী প্রতিনিধি

দেশজুড়ে হাজারো কর্মী-সমর্থক থাকে যারা দলীয় প্রধানকে নিস্বার্থ ভালোবাসেন। তেমনি একজন পটুয়াখালীর প্রান্তিক কৃষক সোহাগ মৃধা। রাজনীতি থেকে দূরে থাকলেও হৃদয়ে দলীয় ভালোবাসা লালন করে আসছেন তিনি। সেই ভালোবাসার প্রতিফলন হিসেবে তিনি ছয় বছর ধরে পরম যত্নে লালন-পালন করে বড় করেছেন একটি ফ্রিজিয়ান জাতের ষাঁড়, যার নাম দিয়েছেন ‘কালো মানিক’। ঈদুল আজহা উপলক্ষে সেই ষাঁড়টিকে তিনি উপহার হিসেবে দিতে চান বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে। আজ বৃহস্পতিবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেছেন তিনি।

ঢাকা যাত্রাকে কেন্দ্র করে গ্রামে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। স্থানীয়রা বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে তাকে বিদায় জানান। ব্যান্ড পার্টি, ব্যানার, প্রচার মাইক ও ৫০ জন স্বেচ্ছাসেবী কর্মী নিয়ে তিনটি ট্রাকে করে রওনা হন সোহাগ।

এর আগে গত ২৬ মে একটি জাতীয় পত্রিকার ডিজিটাল–এ একটি প্রতিবেদন প্রকাশিত হয়, যেখানে সোহাগের দীর্ঘদিনের লালিত স্বপ্নের কথা উঠে আসে—যদি কোনোদিন সুযোগ আসে, তাহলে তিনি তাঁর পালিত ষাঁড় ‘কালো মানিক’কে উপহার দেবেন প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে। প্রতিবেদনটি প্রকাশের পর বিষয়টি দেশব্যাপী আলোচনায় আসে।

মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর ঝাটিবুনিয়া গ্রামের ঝুপড়ি ঘরে বসবাসকারী কৃষক সোহাগ বলেন, ‘এটি কোনো ভাইরাল স্টান্ট নয়, এটি আমার হৃদয়ের কথা। আমি এই ষাঁড়টিকে সন্তানের মতো লালন করেছি। আজ সেই সন্তানসুলভ প্রাণিটিকে উপহার দিতে যাচ্ছি আমার রাজনৈতিক প্রেরণার উৎস নেত্রী বেগম খালেদা জিয়াকে। তিনি গ্রহণ করুন বা না করুন, আমি তাকে (গরুটিকে) নিয়েই গুলশানে যাব।’

সোহাগ জানান, ২০১৮ সালে একটি গাভি কিনে তার পালনের শুরু। সেই গাভির বাছুর থেকেই জন্ম নেয় ‘কালো মানিক’। স্থানীয় খৈল, ভূষি ও সবুজ ঘাস খাইয়ে ষাঁড়টিকে বড় করেছেন তিনি। ষাঁড়টির ওজন প্রায় ১,৪০০ কেজি এবং উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। এর কালো কুচকুচে গায়ের রঙের কারণে গ্রামবাসীর কাছে পরিচিতি পেয়েছে ‘কালো মানিক’ নামে। ষাঁড়টির পেছনে প্রতি বছর প্রায় দুই লাখ টাকা খরচ হয়েছে বলে জানান সোহাগ।

স্থানীয় বিএনপি নেতা ও আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, ‘২০২৩ সাল থেকেই সোহাগ আমাদের বলতেন, সুযোগ পেলে তিনিও তাঁর ‘কালো মানিক’ নেত্রী খালেদা জিয়াকে উপহার দিতে চান। প্রথমে আমরা বিষয়টি গুরুত্ব দেইনি, কিন্তু এখন দেখি সে সত্যিই প্রস্তুতি নিয়ে রওনা দিয়েছে। আমরা আনন্দের সঙ্গে তার সঙ্গে ঢাকায় যাচ্ছি।’

সোহাগের বিশ্বাস, তাঁর প্রিয় নেত্রী ‘কালো মানিক’কে সাদরে গ্রহণ করবেন।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ-৩ আসনে স্বতন্ত্রসহ চারজনের মনোনয়ন ফরম সংগ্রহ

মুন্সীগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীসহ চারজন প্রা...

মফস্বল সাংবাদিক ফোরামের ১১০ সদস্যবিশিষ্ট কমিটি গঠন

মফস্বল ও প্রান্তিক পর্যায়ে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হামলা, হ...

মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা: শীতবস্ত্র বিতরণ

বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্ত...

গজারিয়াতে হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে নারীসহ তিনজন আটক

মুন্সীগঞ্জের গজারিয়াতে একটি আবাসিক হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে ২ নারীসহ...

নাসার চাঁদে অভিযানের দায়িত্বে স্পেসএক্স না ব্লু অরিজিন?

পরবর্তী চাঁদ অভিযান কর্মসূচিতে কোন প্রতিষ্ঠানকে যুক্ত করা হবে নাসার নতুন প্রশ...

হোসিয়ারি পল্লীতে ৫০০ কোটি টাকার শীতবস্ত্র বেচা-কেনার সম্ভাবনা

শীতের মাত্রা যত তীব্র হচ্ছে, ততই যেন হোসিয়ারি পল্লীতে ব্যস্ততা বাড়ছে। পরিবারে...

মাদারীপুর-২ মনোনয়ন ফরম কিনলেন মুফতি সোবাহান

সবুজ সংকেত পেয়ে ইসলামী আটদলীয় জোটের মাদারীপুর-২ আসনে প্রার্থী হয়ে মনোনয়ন ফরম...

ময়মনসিংহ-১১ ভোটার সংখ্যা, ব্যয় সীমা ও মনোনয়ন দাখিল সংক্রান্ত নির্দেশনা প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৫৬ ময়মনসিংহ-১১ ভালুকা সংসদীয় আসনের...

গুলিবিদ্ধ এনসিপি নেতা: কুষ্টিয়া সীমান্ত সিল, চেকপোস্ট ও টহল জোরদার

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা মো. মোতাল...

গজারিয়াতে হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে নারীসহ তিনজন আটক

মুন্সীগঞ্জের গজারিয়াতে একটি আবাসিক হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে ২ নারীসহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা