ছবি: সংগৃহীত
সারাদেশ

খালেদা জিয়াকে উপহার দিতে ‘কালো মানিক’ নিয়ে ঢাকার পথে কৃষক

পটুয়াখালী প্রতিনিধি

দেশজুড়ে হাজারো কর্মী-সমর্থক থাকে যারা দলীয় প্রধানকে নিস্বার্থ ভালোবাসেন। তেমনি একজন পটুয়াখালীর প্রান্তিক কৃষক সোহাগ মৃধা। রাজনীতি থেকে দূরে থাকলেও হৃদয়ে দলীয় ভালোবাসা লালন করে আসছেন তিনি। সেই ভালোবাসার প্রতিফলন হিসেবে তিনি ছয় বছর ধরে পরম যত্নে লালন-পালন করে বড় করেছেন একটি ফ্রিজিয়ান জাতের ষাঁড়, যার নাম দিয়েছেন ‘কালো মানিক’। ঈদুল আজহা উপলক্ষে সেই ষাঁড়টিকে তিনি উপহার হিসেবে দিতে চান বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে। আজ বৃহস্পতিবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেছেন তিনি।

ঢাকা যাত্রাকে কেন্দ্র করে গ্রামে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। স্থানীয়রা বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে তাকে বিদায় জানান। ব্যান্ড পার্টি, ব্যানার, প্রচার মাইক ও ৫০ জন স্বেচ্ছাসেবী কর্মী নিয়ে তিনটি ট্রাকে করে রওনা হন সোহাগ।

এর আগে গত ২৬ মে একটি জাতীয় পত্রিকার ডিজিটাল–এ একটি প্রতিবেদন প্রকাশিত হয়, যেখানে সোহাগের দীর্ঘদিনের লালিত স্বপ্নের কথা উঠে আসে—যদি কোনোদিন সুযোগ আসে, তাহলে তিনি তাঁর পালিত ষাঁড় ‘কালো মানিক’কে উপহার দেবেন প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে। প্রতিবেদনটি প্রকাশের পর বিষয়টি দেশব্যাপী আলোচনায় আসে।

মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর ঝাটিবুনিয়া গ্রামের ঝুপড়ি ঘরে বসবাসকারী কৃষক সোহাগ বলেন, ‘এটি কোনো ভাইরাল স্টান্ট নয়, এটি আমার হৃদয়ের কথা। আমি এই ষাঁড়টিকে সন্তানের মতো লালন করেছি। আজ সেই সন্তানসুলভ প্রাণিটিকে উপহার দিতে যাচ্ছি আমার রাজনৈতিক প্রেরণার উৎস নেত্রী বেগম খালেদা জিয়াকে। তিনি গ্রহণ করুন বা না করুন, আমি তাকে (গরুটিকে) নিয়েই গুলশানে যাব।’

সোহাগ জানান, ২০১৮ সালে একটি গাভি কিনে তার পালনের শুরু। সেই গাভির বাছুর থেকেই জন্ম নেয় ‘কালো মানিক’। স্থানীয় খৈল, ভূষি ও সবুজ ঘাস খাইয়ে ষাঁড়টিকে বড় করেছেন তিনি। ষাঁড়টির ওজন প্রায় ১,৪০০ কেজি এবং উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। এর কালো কুচকুচে গায়ের রঙের কারণে গ্রামবাসীর কাছে পরিচিতি পেয়েছে ‘কালো মানিক’ নামে। ষাঁড়টির পেছনে প্রতি বছর প্রায় দুই লাখ টাকা খরচ হয়েছে বলে জানান সোহাগ।

স্থানীয় বিএনপি নেতা ও আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, ‘২০২৩ সাল থেকেই সোহাগ আমাদের বলতেন, সুযোগ পেলে তিনিও তাঁর ‘কালো মানিক’ নেত্রী খালেদা জিয়াকে উপহার দিতে চান। প্রথমে আমরা বিষয়টি গুরুত্ব দেইনি, কিন্তু এখন দেখি সে সত্যিই প্রস্তুতি নিয়ে রওনা দিয়েছে। আমরা আনন্দের সঙ্গে তার সঙ্গে ঢাকায় যাচ্ছি।’

সোহাগের বিশ্বাস, তাঁর প্রিয় নেত্রী ‘কালো মানিক’কে সাদরে গ্রহণ করবেন।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিক্ষার্থীদের বাবা-মা-শিক্ষককে ফুল দিয়ে কৃতজ্ঞতা জানানোর অনুরোধ উপদেষ্টার 

এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফলের জন্য বাবা, মা ও শিক্ষক অনেক পরিশ্রম কর...

এই সপ্তাহেই ফিলিস্তিনকে ‘স্বীকৃতি’ দেওয়ার পরিকল্পনা স্টারমারের

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই সপ্তাহেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্...

কোহলিকে অধিনায়কত্ব থেকে সরাতে চেয়েছিলেন কারস্টেন

বিরাট কোহলিকে সরিয়ে পার্থিব প্যাটেলকে অধিনায়ক বানানোর পরিকল্পনা করেছিল রয়্যাল...

ইউপিডিএফের আস্তানায় সেনাবাহিনীর অভিযানে একে৪৭সহ অস্ত্র–গোলাবারুদ উদ্ধার : আইএসপিআর

ইউপিডিএফের আস্তানায় সেনাবাহিনীর অভিযানে একে৪৭সহ অস্ত্র–গোলাবারুদ উদ্ধার...

জুলাই হত্যাকাণ্ডে জড়িত ও নির্দেশদাতারা কীভাবে পালাতে সক্ষম হলো, সেটিও বিচারের দাবি রাখে : পরিবেশ উপদেষ্টা

জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ও নির্দেশদাতারা কীভাবে দেশ ছেড়ে পালিয়ে যেতে সক্...

শিক্ষার্থীদের বাবা-মা-শিক্ষককে ফুল দিয়ে কৃতজ্ঞতা জানানোর অনুরোধ উপদেষ্টার 

এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফলের জন্য বাবা, মা ও শিক্ষক অনেক পরিশ্রম কর...

আরেক মৃত্যুতে পেছাল অড সিগনেচারের ফেরা

গত বছর সিলেটে এক কনসার্টে যাওয়ার পথে নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় অড সিগনেচার ব্যা...

কোহলিকে অধিনায়কত্ব থেকে সরাতে চেয়েছিলেন কারস্টেন

বিরাট কোহলিকে সরিয়ে পার্থিব প্যাটেলকে অধিনায়ক বানানোর পরিকল্পনা করেছিল রয়্যাল...

জুলাই হত্যাকাণ্ডে জড়িত ও নির্দেশদাতারা কীভাবে পালাতে সক্ষম হলো, সেটিও বিচারের দাবি রাখে : পরিবেশ উপদেষ্টা

জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ও নির্দেশদাতারা কীভাবে দেশ ছেড়ে পালিয়ে যেতে সক্...

ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ৯ সেপ্টেম্বর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন আগ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা