চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে ২০২৫-২৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।
সোমবার (২৬ মে) বিকেলে উন্মুক্ত বাজেট সভায় সভাপতিত্ব করেন শাহাবাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নিজামুল হক রানা। বাজেট উপস্থাপন করেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ আবদুল খালেক।
এ সময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মোহাঃ ইসমাইল হোসেন (সায়েম), ওয়ার্ড সদস্য হুমায়ুন কবির, আবদুস সালাম, মোঃ তোজাম্মেল হক, আব্দুর রশিদ, মোঃ গাজলুর রহমান, সংরক্ষিত সদস্য শিল্পীয়ারা খাতুন, কহিনুর বেগম, রুমালি খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা আবদুল খালেক জানান, ২০২৫-২৬ অর্থবছরে শাহাবাজপুর ইউনিয়নে সর্বমোট আয় ধরা হয়েছে ৩ কোটি ৬৫ লক্ষ ৩৪ হাজার ০০৬ টাকা, ব্যয়- ৩ কোটি ৬৪ লক্ষ ১৩ হাজার ১০৬ টাকা যা উদ্বৃত্ত ১ লাখ ২০ হাজার ৯০০ টাকা।
সাননিউজ/ইউকে