স্কুল পর্যায়ে বাল্যবিবাহ প্রতিরোধে কমিউনিটি এনগেজমেন্ট সভা ও সচেতনামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ মে) দুপুরে ইউএনএফপিএ এবং সিডব্লিউএফডি এর সহযোগিতায় বাগেরহাট সদর উপজেলার বিএসসি মাধ্যমিক বিদ্যালয় হলরুমে এটি অনুষ্ঠিত হয়।
বিএসসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ শামীম হাসানের সভাপতিত্বে বাল্যবিবাহ প্রতিরোধ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসসি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও ষাট গম্বুজ ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম। এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক শেখ হারুনার রশিদ, ষাট গম্বুজ ইউনিয়নের আমিরে জামায়াত মওলানা হাবিবুর রহমান, সমাজসেবক মোল্লা সালাউদ্দিন, সমাজসেবক শেখ রবিউল ইসলাম, ষাট গম্বুজ ইউনিয়ন বিবাহ রেজিস্টার আব্দুল্লাহীল মুনইন, বিএম চুনখোলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলকেশ পালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, বাল্যবিবাহের কারণে নারীর প্রতি সহিংসতা, মাতৃমৃত্যুর ঝুঁকি, অপরিণত গর্ভধারণ, প্রসবকালীন শিশুর মৃত্যুঝুঁকি, প্রজনন স্বাস্থ্য সমস্যা, নারীশিক্ষার হার হ্রাস, স্কুল থেকে ঝরে পড়ার হার বৃদ্ধি পায়। তাই বাল্যবিবাহের প্রতি মা বাবাকে বেশি সচেতন থাকতে হবে। পাশাপাশি বিদ্যালয়ে প্রতিনিয়ত বাল্যবিবাহ এর বিভিন্ন অপকারিতা সম্পর্কে শিক্ষকদের আলোচনা করার আহ্বান জানান বক্তারা।
সাননিউজ/ইউকে