ফেনীর দাগনভূইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান পরিচালনা করেছেন দুদক নোয়াখালী অফিসের একটি চৌকস টিম। সোমবার (১৯ মে) দুপুরে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান শেষে সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে অভিযোগের বিষয়গুলো তুলে ধরেন নোয়াখালী দুদক সজেকা উপসহকারী পরিচালক জাহেদ আলম ও কোর্ট পরিদর্শক মো: ইদ্রিস ।
তারা জানান সরেজমিনে প্রত্যক্ষ করে বিভিন্ন বিষয়ে অনিয়ম ও কারচুপির অভিযোগ প্রমানিত হয়েছে। যেটা লিখিত প্রতিবেদন ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে প্রেরন করা হবে। প্যাথলোজি বিভাগে পরীক্ষা নিরীক্ষার টাকা জনসাধারণ থেকে আদায় করে জমা না দিয়ে আত্মসাৎ করা, এম্বুলেন্স ভাড়া অতিরিক্ত দাবি করে জমা না দেয়া। রোগীর চিকিৎসা সেবা দিতে গিয়ে ঠিক মতো ঔষধ-পত্র না দেয়া, খাবারের মানে ভেজাল, বাসি ডালসহ খাবার মানে জালিয়াতির প্রমান পাওয়া যায়।
এছাড়াও হাসাপাতালের বিভিন্ন অনিয়ম ও কারচুপির অভিযোগ প্রমানিত হয়েছে বলে তারা গণমাধ্যমে জানান। দাগনভুইয়া উপজেলার একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সটিতে নাগরিক সুবিধা বঞ্চিত হওয়ার প্রেক্ষিতে জনগন বিস্তর অভিযোগ করেন বিভিন্ন স্হানে। একটি সিন্ডিকেট হাসপাতালটিকে জিম্মি করে রেখেছে দীর্ঘদিন যাবত। তার প্রতিকার চান দাগনভুইয়ার সচেতন মহল।
সাননিউজ/ইউকে