ফেনী প্রতিনিধি
সারাদেশ

ফেনীতে বন্ধুর বন্ধন বাংলাদেশের ২০ তম যাকাত বিতরণ অনুষ্ঠিত

ফেনী প্রতিনিধি

ফেনীতে বন্ধুর বন্ধন বাংলাদেশের ২০ তম যাকাত প্রদান অনুষ্ঠান শুক্রবার (১৮ এপ্রিল) বিকালে ফেনী শিশু নিকেতন স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

‘যাকাত দান করুণা নয়, এটি নির্দিষ্ট শ্রেণির অধিকার’ এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত যাকাত প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ ফেনীর উপ-পরিচালক পৌর প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন বন্ধুর বন্ধন বাংলাদেশের প্রধান সংগঠক ও পৃষ্ঠপোষক নাজমুল করিম ভূঞা সুমন।

সংগঠনের সভাপতি জিএম তাজ উদ্দিন পলাশের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক যাকাত উপ-কমিটির আহ্বায়ক মো: সাহাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন ও বন্ধুর বন্ধন বাংলাদেশের সংগঠক রোটারিয়ান জালাল উদ্দীন বাবলু।

এছাড়াও উপস্থিত ছিলেন বন্ধুর বন্ধন বাংলাদেশের সংগঠক আনিসুর রহমান, শেখ ফেরদৌস আনোয়ার মজনু, মো.সেফায়েত উল্যাহ, বন্ধুর বন্ধন বাংলাদেশ ফেনী সদর উপজেলা কমিটির সভাপতি রেজাউল করিম রেজা, সংগঠনের পৃষ্ঠপোষক মোশাররফ হোসেন সেলিম ও শাখাওয়াত হোসেন ভূঞা পারভেজ, বন্ধুর বন্ধন বিভিন্ন ইউনিটের নেতৃত্ববৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুবিধাভোগী লোকজন।

সংগঠন সূত্র জানায়, বিগত ২০ বছরের ধারাবাহিকতায় উক্ত যাকাত বিতরণ অনুষ্ঠানে ৩৮টি সেলাই মেশিন, ৬টি নলকূপ, ৩২ বান ঢেউটিন ও ৩৫ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে নগদ অর্থসহ ৮ লাখ টাকার যাকাত বিতরণ করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার উপ-পরিচালক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, বন্ধুর বন্ধন বাংলাদেশ শুধুমাত্র ফেনীবাসী নয় বরং সারাদেশের মানবতার কল্যাণে নিবেদিত একটি প্ল্যাটফর্ম হিসেবে অত্যন্ত সুপরিচিত। বন্ধুর বন্ধন কার্যকরী যাকাত প্রদান করছেন। বন্ধুর বন্ধন যা আপনাদের জীবন-জীবিকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এটি সারা দেশের জন্য একটি দৃষ্টান্ত। ইসলামের যে ৫টি বিধান রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে যাকাত। যাকাত আদায় করা আল্লাহর আদেশ। যাকাত প্রদানের মাধ্যমে আমাদের সম্পদ পরিশুদ্ধ হয়। ইসলামের বিধান অনুযায়ী শুধুমাত্র সম্পদশালীদের যাকাত প্রদান করতে হয়। ফেনীর দারিদ্রতা একসময় জাদুঘরে চলে যাবে। একসময় ফেনীর যাকাত অন্য জেলায় পাঠিয়ে দিতে হবে। সেই দিন আর বেশি দূরে নয়। বন্ধুর বন্ধন’র ফেনীর সদস্য হিসেবে আমি নিজেকে পরিচয় দিতে গর্ববোধ করবো।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি অন্তর্বর্তী সরকারের প্রধান !

নেপালে তীব্র বিক্ষোভের পর প্রধানমন্ত্রী কে পি শর্মা পদত্যাগের পর দেশটিতে অন্ত...

জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শ...

নেপালে রক্তক্ষয়ী বিক্ষোভ, বাংলাদেশ দলের ফ্লাইট স্থগিত, হোটেলেই ফুটবলাররা

নেপালে ‎স্থানীয় সময় আজ দুপুর ৩টায় টিম হোটেল থেকে ত্রিভুবন আন্তর্জাতিক বিম...

এলইডি স্ক্রিন চালু, ভোট গণনা দেখছেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে...

আগে থেকেই সাদিক কায়েমের ব্যালটে ভোটের অভিযোগ রূপাইয়া’র

ডাকসু নির্বাচনে টিএসসির কেন্দ্রে পূর্বে ক্রস দেওয়া ব্যালট দেওয়ার অভিযোগ তুলেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা