নিজস্ব প্রতিবেদক: মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে এক যুবক নিহত হয়েছেন। মো. রাকিবুল ইসলাম (৩২) নামের এ যুবক ওই মোটরসাইকেলের আরোহী ছিলেন। দুর্ঘটনায় শুভ ও সাজ্জাদ নামের দুইজন আহত হয়েছেন।
আরও পড়ুন: রাতে বাড়তে পারে তাপমাত্রা
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টার দিকে শ্রীনগরের আব্দুল্লাহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে রাত দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত দুইজন এখন চিকিৎসাধীন রয়েছেন।
আহত শুভ বলেন, আমরা তিন বন্ধু রাতে মোটরসাইকেলে করে মাওয়া যাচ্ছিলাম। পথে আব্দুল্লাহপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খায়। এতে আমরা তিনজনই আহত হই। পরে আহত অবস্থায় স্থানীয়রা আমাদের একটি অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান। ঢামেক হাসপাতালে আসার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে রাকিবুল ইসলামকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আমার আরেক বন্ধু সাজ্জাদকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হাত ভেঙে যাওয়ায় আমাকে পঙ্গু হাসপাতালে পাঠানো হচ্ছে।
নিহত রাকিবুল ইসলাম রাজধানীর ধোলাইপাড়ে একটি বাস কাউন্টারে চাকরি করতেন। তার বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
সান নিউজ/এএন
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            