সারাদেশ

রাজবাড়ীতে ভয়াবহ আগুন, ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিনিধিঃ

রাজবাড়ীর বড় বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে ১টি গোডাউনসহ মোট ১১টি দোকান। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মঙ্গলবার (০৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে এ আগুনের সূত্রপাত। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

ব্যবসায়ীরা জানান, ভোর সাড়ে ৫টার দিকে রাজবাড়ীর বড় বাজার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাজারের ১১টি দোকান ভষ্মীভূত হয়। এছাড়া ১টি গোডাউন ভষ্মীভূত হয়। তারা ধারণা করছেন, অগ্নিকাণ্ডে প্রায় ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কি কারণে আগুনের সূত্রপাত সেটি বলতে পারেনি ব্যবসায়ীরা।

আগুনে পুড়ে যাওয়া গোডাউন 'পদ্মা ট্রেডার্স'র মালিক মো. বসির আহম্মেদ বলেন, ভোরে বাজারে অগ্নিকাণ্ডের কথা জানতে পারি। বাসা থেকে বাজারে এসে দেখি আমার গোডাউনে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিস চেষ্টা করে যাচ্ছে। অগ্নিকাণ্ডে আমার গোডাউনে পাট, তিল, সরিষা সব ভস্মীভূত হয়েছে। অগ্নিকাণ্ডে আমার তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী বলেন, রাজবাড়ীতে বাজারে অগ্নিকাণ্ডের পানি সরবরাহের বিষয়টি চিন্তা করে ২০০৮ সালে ২০ হাজার লিটার পানির ধারণ ক্ষমতা সম্পন্ন একটি ওয়াটার রিজার্ভার নির্মাণ করি। আজ যখন বড় বাজার এলাকায় অগ্নিকাণ্ড সংগঠিত হয় তখন রাজবাড়ী ফায়ার সার্ভিস সেখান থেকে সম্পূর্ণ পানি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনে। আজ যদি ওয়াটার রিজার্ভারে পানি না থাকতো তবে অন্য জায়গা থেকে পানি আনতে গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি হতো।

রাজবাড়ী ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার সাড়ে ৫টার দিকে রাজবাড়ী বড় বাজার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ১১টি দোকান এবং ১টি গোডাইন ভস্মীভূত হয়। বাজার এলাকায় ওয়াটার রিজার্ভার থাকার কারণে দ্রুত পানি সরবরাহের কারণে ক্ষয়ক্ষতি কম হয়েছে। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে।

সান নিউজ/ বিএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি অন্তর্বর্তী সরকারের প্রধান !

নেপালে তীব্র বিক্ষোভের পর প্রধানমন্ত্রী কে পি শর্মা পদত্যাগের পর দেশটিতে অন্ত...

জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শ...

নেপালে রক্তক্ষয়ী বিক্ষোভ, বাংলাদেশ দলের ফ্লাইট স্থগিত, হোটেলেই ফুটবলাররা

নেপালে ‎স্থানীয় সময় আজ দুপুর ৩টায় টিম হোটেল থেকে ত্রিভুবন আন্তর্জাতিক বিম...

এলইডি স্ক্রিন চালু, ভোট গণনা দেখছেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে...

আগে থেকেই সাদিক কায়েমের ব্যালটে ভোটের অভিযোগ রূপাইয়া’র

ডাকসু নির্বাচনে টিএসসির কেন্দ্রে পূর্বে ক্রস দেওয়া ব্যালট দেওয়ার অভিযোগ তুলেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা