জেলা প্রতিনিধি: কুষ্টিয়া-৪ আসনের আ’লীগের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জের দলীয় অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্রজনতা।
আরও পড়ুন: মদপানে ৩ যুবকের মৃত্যু
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে কুমারখালী উপজেলা শহরের কনু মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
জর্জ বর্তমানে কেরানীগঞ্জ কারাগারে বন্দি রয়েছেন। আন্দোলনকারীদের হত্যা ও হত্যাচেষ্টার একাধিক মামলার আসামি তিনি।
বিক্ষুব্ধ ছাত্রজনতা ও প্রত্যক্ষদর্শীরা বলেন, বুধবার রাতে জর্জ এমপির রাজনৈতিক অফিসের তালা ভেঙে ফেলেন বিক্ষুব্ধ ছাত্রজনতা। পরে ভেতরে প্রবেশ করেন এবং ভাঙচুর চালান তারা। এরপরে আগুন ধরিয়ে দেওয়া হয়। অফিস ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
গণঅভ্যুত্থানে সরকার পতনের পর ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার অনলাইনে হুমকির ভাষণ দেওয়ার প্রতিবাদে এসব করা হয়েছে। এসময় আ’লীগ সরকার গুম, খুন, দুর্নীতিসহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন বিক্ষুব্ধরা।
সান নিউজ/এমএইচ
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            