নিনা আফরিন, পটুয়াখালী : পটুয়াখালীতে বরিশাল রেঞ্জ ডিআইজির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম।
আরও পড়ুন : নতুন মামলায় কামরুলসহ ৫ জন গ্রেফতার
পটুয়াখালী পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক আদুর রশিদ চুন্নু মিয়া, সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মাকসুদ আহমেদ বাইজীদ পান্না মিয়া, জেলা জামাতে ইসলামি সভাপতি অ্যাড. নাজমুল হাসান, ইসলামি আন্দোলন বাংলাদেশের সভাপতি মাও. মুফতি হাবিবুবর রহমান, গন অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন
প্রধান অতিধির বক্তব্যে রেঞ্জ ডিআইজি বলেন, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এগিয়ে যাবে দেশ। আমরা ইতোমধ্যে তা প্রমাণ করেছি। আগামী দিনের পুলিশের কি করনীয় সেগুলো নিচ্ছি এবং তুলে ধরছি।
সান নিউজ/এমআর
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            