দেশের নদ-নদীর পানি বেড়েই চলেছে
সারাদেশ

দেশের নদ-নদীর পানি বেড়েই চলেছে

নিজস্ব প্রতিবেদক:

ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে বেড়েই চলেছে বিভিন্ন নদ-নদীর পানি। চতুর্থ দফা বন্যা উত্তরবঙ্গের মানুষকে এখনো ভোগাচ্ছে। যমুনার পানি সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে বিপদসীমার ১৩ সেন্টিমিটার এবং কাজিপুর পয়েন্টে ২১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ফরিদপুরে পদ্মার পানি বিপদসীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গাইবান্ধার সুন্দরগঞ্জে ঘাঘট নদীর পানি বিপদসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। এরই মধ্যে অনেক এলাকার ফসলের মাঠ ডুবে গেছে। ভেসে গেছে পুকুর ও ঘেরের মাছ।

আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর :-

ফরিদপুর : ফরিদপুর অঞ্চলের নদ-নদীর পানি এক সপ্তাহ ধরে বাড়ছে প্রতিদিন। গতকাল পদ্মার পানি বিপদসীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এর ফলে নতুন করে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, প্রতিদিন পদ্মা, মধুমতী ও আড়িয়াল খাঁ নদে পানি বাড়ছে।

সিরাজগঞ্জ : যমুনা, ফুলজোড়, ইছামতী, হুরাসাগর, করতোয়াসহ জেলার অভ্যন্তরীণ সব নদ-নদীর পানি বেড়েই চলেছে। পানি বাড়ার কারণে তলিয়ে যাচ্ছে একের পর এক নিম্নাঞ্চল। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপবিভাগীয় প্রকৌশলী এ কে এম রফিকুল ইসলাম বলেন, গতকাল বিকেলে যমুনার পানি সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে বিপদসীমার ১৩ সেন্টিমিটার এবং কাজিপুর পয়েন্টে ২১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে যমুনায় পানি বাড়ার সঙ্গে সঙ্গে তলিয়ে যাচ্ছে ফসল। এর আগে বন্যায় জেলায় সোয়া ২০০ কোটি টাকার ফসলের ক্ষতি হয়।

নওগাঁ : নওগাঁর বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হয়েছে। আত্রাই ও যমুনা নদীর পানি অনেকটাই কমেছে। একটি পয়েন্ট ছাড়া সব কটি পয়েন্টে বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আরিফ উজ জামান খান জানান, গতকাল সকাল ৯টায় আত্রাই নদীর পানি মহাদেবপুর পয়েন্টে বিপদসীমার ২৫০ সেন্টিমিটার, ধামইরহাটের শিমুলতলী পয়েন্টে বিপদসীমার ২২৬ সেন্টিমিটার, মান্দার জোতবাজার পয়েন্টে বিপদসীমার ৩৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই নদীর আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন পয়েন্টে এখনো বিপদসীমার ৩২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে নওগাঁয় ছোট যমুনা নদীর পানি গত ২৪ ঘণ্টায় ১৫ সেন্টিমিটার কমে গিয়ে বর্তমানে বিপদসীমার সমান্তরালে রয়েছে।

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : সুন্দরগঞ্জে ঘাঘট নদীর পানি এখনো বাড়ছে। এক সপ্তাহের টানা ভারি বর্ষণ আর উজানের ঢলে ঘাঘট নদীর পানি বিপদসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বন্যার কবলে পড়েছে দুটি ইউনিয়নের ছয়টি ওয়ার্ড। বানের পানি নদীর তীর পেরিয়ে বিভিন্ন খাল-বিল দিয়ে লোকালয়ে ঢুকে পড়ায় দুই ইউনিয়নের ৪০ হাজার মানুষ এখনো পানিবন্দি রয়েছে। ভেসে গেছে সহস্রাধিক পুকুর ও খামারের কোটি টাকার মাছ।

রংপুর : শত বছরের রেকর্ড ভেঙে রংপুরে এক রাতের বৃষ্টিতে সর্বনাশ হয়েছে মাছ চাষিদের। মাছ চাষের অন্যতম এলাকা নগরীর নাছনিয়া, কুকরুল, চিকলী, চকচকার বিল, বোতলা বিলসহ ৩৩টি ওয়ার্ডের কয়েক হাজার পুকুর ও খালের মাছ পানিতে ভেসে গেছে।

জামালপুর : বাহাদুরাবাদ পয়েন্টে যমুনা নদীর পানি গত ২৪ ঘণ্টায় ১৬ সেন্টিমিটার কমে গতকাল শনিবার সন্ধ্যায় বিপদসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এ ছাড়া ব্রহ্মপুত্রসহ জেলার অভ্যন্তরীণ অন্য নদ-নদীর পানি বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

শাহজাদপুর (সিরাজগঞ্জ) : যমুনার তাণ্ডবে ভাঙছে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার পাঁচটি ইউনিয়নের ২০টি গ্রাম। এরই মধ্যে এসব গ্রামের পাঁচ শতাধিক বাড়িঘর ও দুই হাজার বিঘার ফসলি জমি যমুনাগর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে পড়েছে দুই শতাধিক ঘরবাড়ি ও স্থাপনা। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কার্যকরী ব্যবস্থা না নেওয়ায় এলাকাবাসী ফুঁসে উঠেছে। ভাঙন রোধে কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবিতে তারা যমুনা পারে মিছিল ও মানববন্ধন করেছে।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, ভাঙন রোধে এখন ওই এলাকায় জিওটেক্স বালুর বস্তা ফেলার কাজ চলছে। এ ছাড়া ওই এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণের জন্য ৬৫০ কোটি টাকার একটি প্রকল্প জমা দেওয়া আছে।

সাননিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানী থেকে গ্রেফতার মমতাজ

মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করেছে ঢাকা মহান...

ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি

পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে প্রায় একমাস ধরে চারদফা আলোচনা করেছে যুক্তরাষ্ট্র।...

পুশ ইন করা ৭৫ বাংলাদেশি এবংতিন ভারতীয়কে উদ্ধার

সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে ভারতীয় কর্তৃপক্ষ কর্তৃক জোরপূর্বক পুশ ইন করা ৭৫...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ মঙ্গলবার (১৩ মে) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের পর্দ...

আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে অবরোধ কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জে চারটি আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে পরপর দুইদিন রেল অবরোধ করবে...

বাগেরহাটে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাগেরহাটে মহাসড়কের পাশে গড়ে ওঠা সাড়ে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করে...

বগুড়ায় হামলা ও ছিনতাই ঘটনায় গ্রেপ্তার দুই

বগুড়ার শাজাহানপুর উপজেলায় দুই দর্শনার্থীকে মারপিট করে মোবাইল ফোনসহ টাকা ছিনতা...

কুমিল্লায় অভিযুক্ত ছেলেকে থানায় সোপর্দ করলেন বাবা

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নে সামাজিক সহিংসতার ঘটনায় এক ব্যতিক্...

দিনাজপুরে গ্রীষ্মকালে টমেটো চাষ করে বাজিমাত করেছেন কৃষকরা

টমেটোকে শীতকালীন সবজির তালিকা থেকে বের করে এনেছেন দিনাজপুরের কৃষকরা। গ্রীষ্মক...

শিবগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা